পোস্ট সমূহ

Bornomala It https://www.bornomalait.com/2023/03/blog-post_28.html

ঈদুল ফিতরের ইংলিশ স্ট্যাটাস - ঈদুল ফিতরের বাংলা স্ট্যাটাস

ঈদের এই আনন্দমুখর পরিবেশটি আরো সুন্দরভাবে উদযাপনের জন্য এবং এই উৎসবের দিনটি সবার সাথে পালনের জন্য আমরা আমাদের আত্মীয়-স্বজন , পরিবারবর্গ , বন্ধু বান্ধবী সহ বিভিন্ন কাছে দুরের মানুষদেরকে বাংলা এবং ইংরেজি মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে থাকি। কয়েকটি, ঈদুল ফিতরের বাংলা স্ট্যাটাস এবং ঈদুল ফিতরের ইংরেজি স্ট্যাটাস আপনাদের সুবিধার্থে দেয়া হলো।

ঈদের এই শুভদিনটি সকল ভেদাভেদ ভুলে , বিভিন্ন ধরনের ইংরেজি এবং বাংলায় স্ট্যাটাস গুলোর মাধ্যমে আপনার আপনজনদের শুভেচ্ছা বিনিময় এর মাধ্যমে দিনটি আরো সুন্দর এবং আনন্দের করে তুলুন।

সূচিপত্রঃঈদুল ফিতরের ইংলিশ স্ট্যাটাস - ঈদুল ফিতরের বাংলা স্ট্যাটাস

ঈদুল ফিতরের বাংলা স্ট্যাটাস

ঈদ মোবারক! আল্লাহ আপনার সকল স্বপ্ন ও আশা পূরণ করুন।

ঈদ মোবারক! আপনাকে আমার সমস্ত ভালবাসা এবং শুভকামনা পাঠাচ্ছি।

ঈদ মোবারক! আল্লাহর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের সাথে সর্বদা এবং সর্বদা থাকুক।

ঈদ মোবারক. আপনার শান্তি, সুখ এবং সমৃদ্ধি কামনা করছি!

শুভ ঈদের দিন! আল্লাহ আপনার জীবনে মঙ্গল করুন এবং আপনার সমস্ত ইচ্ছা এবং দোয়া পূরণ করুন

আশা করি এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও আনন্দ। ঈদ মোবারক!

ঈদ মোবারক! এই শুভ দিনে, আমি সর্বশক্তিমানের কাছে আপনার সাফল্য, বৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করি! আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন, আপনার লক্ষ্য পূরণ করুন এবং আপনার প্রাপ্য বিজয় আনুন! আপনার সামনের পথ চলার জন্য দোয়া ও শুভকামনা!

ঈদ মোবারক! আল্লাহ আপনার সকল দোয়া কবুল করুন এবং আপনার সকল দোষ ক্ষমা করুন।                                                                                                        ( Stasus source ;https://www.wishesmsg.com)
চেয়ে দেখো, নীল আকাশ
চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ
খুশীর বার্তা নিয়ে
সেই খুশিতে মোদের বাড়ি
দাওয়াত দিলাম আসিতে

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?
খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,
তোমার জন্য ছিলো কত অপেক্ষা
তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।
*””” ঈদ মোবারাক “””*


ঈদ কার্ড দিতে পারলাম না
তুমি দূরে বলে
মুখে বলতে পারলাম না
নাম্বার নাই বলে,
তাই তোমাকে বলছি সুন্দর হোক
তোমার ঈদের দিন,
দাওয়াত রইলো অগ্রিম ।

আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা…
ঈদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা
***** ঈদ মোবারাক *****
                                   (https://infovandar.com)

ঈদুল ফিতরের ইংলিশ স্ট্যাটাস

ঈদুল ফিতরের এই আনন্দ ঘন দিনটি আপনার সকল প্রিয় মানুষদের সাথী শুভেচ্ছা বিনিময়ের জন্য ঈদুল ফিতরের কিছু ইংলিশ স্ট্যাটাস দেয়া হলো, 

"On this joyous day of Eid-ul-Fitr, I wish you and your family a very happy Eid. May Allah accept all your prayers and forgive all your faults. Eid Mubarak!"

"On this happy occasion of Eid-ul-Fitr, I pray to Allah to fulfil all your dreams. Eid Mubarak!"

"May Allah shower his mercy and fulfil your life with happiness and prosperity. Eid Mubarak!"

"With the sight of the new moon, the fasting of Ramadan is finally over. May Allah bless you with his wisdom and success in life. Eid Mubarak!"

"Eid is a day to cheer and to laugh with all your heart. It’s a day to be grateful to Allah for all of his heavenly blessings on us. Wishing you a happy Eid."

"Brothers and sisters, friends and family, Eid Mubarak to you all. From the bottom of my heart, I pray that the Almighty makes our lives beautiful and our struggles meaningful."

"Eid is a “Day” which come with happiness and joy , wish this day joy with your special one and all."

"After Ramadan Allah gives us a nice gift, That was a Aidi which also called little aidi. I want to say very Happy and beautiful aidi Mubarak. Eid Mubarak To You"

"I wish you and your family a wonderful Eid. May Allah accept all your prayers. Eid Mubarak!"

"May the joy of Eid multiply a thousand times and stay with you forever and ever. Happy Eid!"

"Spending Eid with friends and family with lots of delicious food is a pure blessing; consider yourself lucky if you have them in your life! Eid Mubarak."

"On this beautiful and Mubarak day of Eid al-Fitr, may Allah give you reasons for happiness and joy. Happy Eid Mubarak to you and your family!"

"Whatever is beautiful. Whatever is meaningful. Whatever brings you happiness. May it be yours on this Mubarak day of holy Eid. Happy Eid Mubarak, dear!" 

                                                                                (All status source :https://timesofindia.indiatimes.com)

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া