পোস্ট সমূহ

Bornomala It https://www.bornomalait.com/2023/03/blog-post_9.html

কিভাবে উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড এ্যাপস ইন্সটল করবেন

Microsoft বেশ কিছুদিন ধরে চেষ্টা করছে কিভাবে এন্ড্রয়েড অ্যাপস এর সাপোর্ট উইন্ডোজ এ আনা যায় এই বিষয়ে।  ২০২১ সালে কোম্পানির যখন উইন্ডোজ ১১ ঘোষণা করেছিল তখন, অভ্যন্তরীণভাবে উইন্ডোজ ১১ অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করার প্রতিষ্ঠা চলছিল। এই প্রচেষ্টাটি তখন  "প্রজেক্ট ল্যাট" নামে পরিচিত ছিল । 

রেডমোন জায়ান্ট ফিচারটি বিলম্বিত করায় গত বছর যখন উইন্ডোজ ১১ লঞ্চ হয় তখন এটি আমরা কার্যকর হতে দেখিনি। এখন বর্তমানে মার্কিন মাইক্রোসফট ব্যবহারকারীরা উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপ গুলো চালাতে পারেন। এবং এখন অ্যান্ড্রয়েড 12.1 এর উপর ভিত্তি করে তৈরি হওয়া উইন্ডোজ  সাব সিস্টেম ফর অ্যান্ড্রয়েড নামে একটি নতুন সংস্করণ চ্যানেল প্রকাশ করা হয়েছে।এই সাব সিস্টেম ব্যবহার করে, এখন আমরা যেকোনো অঞ্চলে এবং যেকোন বিধি নিষেধ ছাড়াই উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড অ্যাপ গুলো ইন্সটল করতে পারি।সামনের দিকে যাওয়ার আগে আমাদেরকে এ বিষয়টি নিশ্চিত করতে হবে যে আপনার উইন্ডোজ ১১ এখন অ্যান্ড্রয়েড অ্যাপ গুলি ইনস্টল করার জন্য প্রস্তুত কিনা। আমরা এখানে উইন্ডোজ ১১ এ ম্যানুয়ালি অ্যান্ড্রয়েডের APK গুলি ইনস্টল করার ধাপগুলো তুলে ধরছি এবং ইন্সটল করতে গিয়ে আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে সেগুলো কিভাবে সমাধান করবেন সেগুলোও উল্লেখ করছি। আসুন তাহলে বিষয়গুলি জেনে নেয়া যাক।

আলোচনার বিষয়বস্তুঃ কিভাবে উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড এ্যাপস ডাউনলোড করবেন।

উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোডের নিয়ম

উইন্ডোজ ১১ এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো হল

  • ভার্চুয়ালাইজেশন সাপোর্ট
  • ভার্চুয়াল মেশিন প্লাটফর্ম Enable করা

ভার্চুয়ালাইজেশন সাপোর্টঃ আপনার পিসিতে থাকা উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড এর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার উইন্ডোজ দিতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে কিনা। যদি আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট না করে , যদি ভার্চুয়ালাইজেশন সাপোর্ট না করে তাহলে আপনি যে কোন গাইডলাইন দেখে এটি ঠিক করে নেবেন। এরপর আপনাকে পরীক্ষা করে দেখতে হবে ঠিকমতো কাজ করতে সক্ষম হয়েছে কিনা।

আপনার পিসিতে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করছে কিনা সেটা দেখার জন্য আপনি কিবোর্ড শর্টকাট Ctrl + Shift +Esc একসাথে প্রেস করে ট্রাস্ট ম্যানেজার খুলুন। এরপর, পারফরমেন্স ট্যাব চেক করুন এবং নিচের দিকে ভার্চুয়ালাইজেশন এর পাশে Enable লিখাটি আসছে কিনা পরীক্ষা করুন । যদি enable লেখাটি শো করে তাহলে আপনার কম্পিউটারের  ভার্চুয়ালাইজেশন অপশনটি চালু আছে। আর যদি এমন না হয় তাহলে আপনি আপনার উইন্ডোজ ১১ পিসিতে BIOS/UEFI এই পেজে প্রবেশ করুন এবং এটি Enable করুন ।

ভার্চুয়াল মেশিন প্লাটফর্ম Enable করাঃ উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করার জন্য  আপনার পিসি থেকে ভার্চুয়ালাইজেশন মেশিন প্ল্যাটফর্মটি Enable করাতে হবে এবং সাথে উইন্ডোজ ১১ এর আরো কিছু ফিচার enable করতে হবে।এটার জন্য আপনি windows 11 এর কিবোর্ড শর্টকাট হিসেবে window +R ব্যবহার করুন, এবং এরপর  Optionalfeatures.exe লিখুন এবং এন্টার বাটন প্রেস করুন।এবার আপনার PC restart দিন। এখন আপনার কম্পিউটারটি উইন্ডোজ ১১এ অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য পুরাপুরি প্রস্তুত।

উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড

আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী হন তাহলে আপনাকে উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য কোন ইনসাইটেড চ্যানেলের সুইচ করতে হবে না। 2022 সালের মার্চ মাসে উইন্ডোজ সাব সিস্টেম WSA ভিত্তিক, উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য এটি প্রকাশ করেছে যে উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড অ্যাপ চালাতে পারবে। তবে শর্ত হল উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলি চালানোর জন্য আপনার পিসিটির উইন্ডোজ ১১ বিল্ড ২২০০০.৫২৬ এর চেয়ে বেশি হতে হবে।

এটি  বলা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১১ এর পুরাতন বিল্ড এর উপর ভিত্তি করে।আপনি যদি  WSA ভিত্তিক অ্যান্ড্রয়েড ১২.১ এর আপডেট পেতে চান, তাহলে আপনাকে যে কোন একটি ইনসাইডার চ্যানেলে যেতে হবে। android 12.1 ভিত্তিক WSA অপডেট টি শুধুমাত্র মার্কিন অঞ্চলে বসবাসকারী  ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য। মার্কিন অঞ্চলের বসবাসকারীরা কিভাবে উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করবেন তার নিয়মগুলো নিচে দেওয়া হল

  • শুরুতেই আপনি যে কাজটি করবেন সেটি হল, আপনার পিসিতে BIOS/UFFI সেটিংসে  ভার্চুয়ালাইজেশন  enable করা আছে কিনা সেটি নিশ্চিত করবেন। ভার্চুয়াল মেশিন প্লাটফর্ম এবংঅন্যান্য ফিচার গুলি enable করবেন। এরপর মাইক্রোসফট স্টোর থেকে এন্ড্রয়েড এর জন্য উইন্ডোজ সাব সিস্টেম ডাউনলোড করুন। উইন্ডোজ সাব সিস্টেম ডাউনলোড দেওয়ার লিংকটি ব্যবহার করুন।

আরো পড়ুনঃ সাব সিস্টেম এক্সেস করার লিংক

  • আপনার পিসি যদি অ্যান্ড্রয়েড অ্যাপস চালানোর জন্য প্রস্তুত থাকে তাহলে আপনি এখানে অ্যাপস ইন্সটল করার জন্য একটি সবুজ বাটান দেখতে পাবেন।এই সবুজ বাটান টিতে ক্লিক করুন অ্যান্ড্রয়েডের জন্য windows  সাবসিস্টেম (WSA) ডাউনলোড বা ইন্সটল করতে স্ক্রিনে দেখান নির্দেশনা গুলো ফলো করুন এবং Next বাটানে ক্লিক করুন।

  • আপনার উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড আপ্যাস  ডাউনলোড হওয়ার পর ,অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে উইন্ডোজ সাব সিস্টেমটি কেমন দেখায় সেটি ছবির মাধ্যমে নিচে দেখান হল,

  • এবার আপনার অ্যান্ড্রয়েডের জন্য উইন্ডোজ সাব সিস্টেম ইন্সটল করা হয়ে গেছে।এবার আপনি একটি অ্যামাজন অ্যাপ স্টোর ইন্সটল করার জন্য নিচে দেয়া লিঙ্কটি ব্যবহার করুন।আপনার PC টি যদি এই অ্যাপস টি ইন্সটল হয় ,তাহলে আপনি একটি ইন্সটল বাটান দেখতে পাবেন।

আরো পড়ুনঃ অ্যামাজন অ্যাপ স্টোর ইন্সটল লিঙ্ক

অ্যান্ড্রয়েড ১২.১ এর ভিত্তিতে যে কোন অঞ্চল থেকে windows11 এ অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করুন

আপনি যদি আপনার উইন্ডোজ ১১ পিসিতে কোন রেস্ট্রিকশন ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করতে যান, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছে। আমি আমার উইন্ডোজ ১১ পিসিতে অ্যান্ড্রয়েড 12.1(সংস্করণ ২২০৫.৪০০০০.১৪.০) এর উপর ভিত্তি করে ম্যানুয়ালি সর্বশেষ WSA বিল্ড ইন্সটল করেছে এবং এটি খুব ভালোভাবে কাজ করছে। আমি এখান থেকে যেকোন বিধিনি হেল্প ছাড়াই উইন্ডোজ ১১ পিসিতে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানোর সব পদক্ষেপগুলো পূরণ করেছি। এবং আমি কিভাবে এই কাজগুলো সম্পন্ন করেছি সেগুলো ধাপে ধাপে নিজে দেওয়া হলো আপনাদের সুবিধার্থে।

আরো পড়ুনঃ কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে একাধিক এ্যাকাউন্ট করবেন।

  • সর্বপ্রথম আপনাকে অ্যান্ড্রয়ে ১২.১  এর জন্য উইন্ডোজের সর্বশেষ সাব সিস্টেম MSIX প্যাকেজটি ডাউনলোড করতে হবে। এরপর ড্রপ ডাউন মেনুতে প্রোডাক্ট আইডি নির্বাচন করতে হবে। তারপর টেক্সটফিল্ডে 9p3395VX91NR এই নাম্বারটি পেস্ট করুন এবং ডান দিকের Now বাটানটি ক্লিক করুন।
  • একটি বড় তালিকা আপনার সামনে আসবে। এখন, আপনি নিচের দিকে স্কুল করতে থাকুন। এরপর msixbundle ফাইলটি ডাউনলোড করুন। এই ফাইলটির আকার মোটামুটি 1.35 জিবি। আপনি যদি ক্রমের মাধ্যমে ডাউনলোড করতে চান তবে আপনি একটি সমস্যা ফেস করবেন। এমনটি হলে আপনি প্রথমে থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং keep-> keep anyway সিলেক্ট করুন।
  • আপনাকে এবার Microsoft,Ul.Xaml.2.6 এর 64-সংস্করণ বিট ডাউনলোড করতে হবে। কোন কোন পিসিতে পুরনো XAML সিম ফ্রেমওয়ার্ক এর কারণে WAS ইনস্টল করা যায় না। তাই আপনি 64-বিট XAML ফ্রেমওয়ার্কের .appx প্যাকেজটি ডাউনলোড করুন ।
  • ডাউনলোড করা হয়ে গেলে, "Microsoft.Ul.Xaml.2.6" ফাইলটির উপরে ডবল ক্লিক করুন এরপর ইন্সটল এ ক্লিক করুন। এটা ইনস্টল হতে মোটামুটি ১০ সেকেন্ড সময় লাগবে।

  • অ্যান্ড্রয়েড 12.1 এর ভিত্তিতে WSA ইন্সটল করা হয়ে গেলে এবার windows key  তে ক্লিক করুন এবং পাওয়ার সেল খুঁজে বের করুন। সাজ রেজাল্ট হিসেবে যেগুলো দেখাবে সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করুন।

  • এরপর আপনি ফাইল ম্যানেজার এ যান এবং.msixbundle প্যাকেজ নেগেটিভ করুন । আপনার উইন্ডোজ ইলেভেন পিসিতে ক্লিপবোর্ডে ফাইল পাথ কপি করতে ফাইলটিতে রাইট বাটন ক্লিক করুন এবং copy as path লিখাটি সিলেক্ট করুন।

  • এরপর আপনি পাওয়ারশেল এবং নিজ নিচের নির্দেশনা গুলো ফলো করুন। এখানে আপনি উপরে কপি করা পাত দিয়ে ফাইল পাঠ রিপ্লেস করুন এবং এন্টার বাটন ক্লিক করুন।

  • এবার আপনাকে ইনস্টলিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আপনার পিসির হার্ডওয়ারের উপর নির্ভর করবে এই প্রক্রিয়াটি কয় সেকেন্ড বা কয় মিনিটে সম্পূর্ণ হবে।

  • এই প্রক্রিয়া গুলো সম্পন্ন হওয়ার পর আপনি ঠিকঠাক ভাবে আপনার উইন্ডোজ ১১ পিসিতে WSA এর সর্বশেষ এন্ড্রয়েড বিল্ড ইনস্টল করতে পারবেন। এরপর আপনি স্টার্ট মেনু চালু করুন এবং এন্ড্রয়েড এর জন্য উইন্ডোর সাব সিস্টেম এ ক্লিক করুন(কেবলমাত্র ইউএস অ্যাকাউন্ট থেকে) এরপর আপনি windows 11 এ সাইজ লোড করতে পারবেন।


এন্ড্রয়েড অ্যাপ এর জন্য উইন্ডোজের সাব সিস্টেম ঠিক করার নিয়ম

অ্যান্ড্রয়েড এর জন্য উইন্ডোজ সাব সিস্টেম ওপেন করার সময় সময় আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে দেওয়া নিয়মগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই একটি সমাধান করতে পারবেন।

  • প্রথমে আপনি সেটিং অপশনে যান এবং অ্যাপগুলি নেগেটিভ করুন এবং অ্যাপগুলির ওই অপশনাল ফিচার না পাওয়া পর্যন্ত স্কোর্ল করতে থাকুন, ওপেন অপশন আসলে ওপেনের ওপর ক্লিক করুন।
  • এরপর ভার্চুয়াল মেশিন প্লাটফর্ম এনাবল করুন। এরপর অ্যান্ড্রয়েড এর জন্য আপনার উইন্ডোজ সাব সিস্টেম এখন আপনার windows 11 পিসিতে কোন সমস্যা ছাড়াই কাজ করবে।

উইন্ডোজ ১১ এ অ্যান্ড্রয়েড অ্যাপ  সাইডলোড করার নিয়ম

উইন্ডোজ সাবসিস্তেমের সবচেয়ে বড় সুবিধা হল এটি android অ্যাপগুলি সাইড লোড করার ক্ষমতা রাখে । আপনার APK ইনস্টলেশন প্রক্রিয়াকে আরো সহজ করতে আপনি অরোরা স্টোর এবং গুগল প্লে স্টোর ব্যবহার করতে পারেন।


আমরা বিভিন্ন সময় অরোরা স্টোর এবং APK মিরর থেকে বিভিন্ন অ্যাপ সাইট লোড করে পরীক্ষা করেছি। এর সাইড লোড করার জন্য আপনার পিসিতে অবশ্যই ADB ইন্সটল করতে হবে, ডেভলপার মোড চালু করতে হবে, ADB এর সাথে WSA কানেক্ট করতে হবে এবং ADB ইনস্টল কমান্ড ব্যবহার করতে হবে।

উইন্ডোজ ১১ এ এন্ড্রয়েড ১২.১ এর WSA ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপস এর ইম্প্রেশন

আমরা WSA বিল্ডের 2205.40000.14.0 সংস্করণটি ব্যবহার করে দেখেছি যে, পুরনো এন্ড্রয়েড 11 এর WSA তুলনায় android 12.1 উল্লেখযোগ্য ভাবে ভালো কাজ করে। আমরা যখন উইন্ডোজ ১১ পিসিতে তিনটি এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করি তখন এটি 1.16 জিবি রেম এর কাছাকাছি খরচ হয়েছিল।WSA এর নতুন সংস্করণটিতে আরেকটি সুবিধা হল অ্যাপ্লিকেশন গুলি মুহূর্তের মধ্যে চালু হয়ে যায়। এছাড়াও microsoft android এর 12.1 ঋত্বিক সর্বশেষ WSA বিড়লে বেশ কয়েকটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে।WSA সেটিংস পেজে আপনি আপনার সকল ইনস্টল করা এন্ড্রয়েড অ্যাপ গুলো দেখতে পাবেন।

এছাড়াও আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ এ সোয়াইপ এবং স্লাইড অ্যাপ্লিকেশনের জন্য কিবোর্ড কি কনফিগার করতে পারবেন। অ্যান্ড্রয়েড সাব সিস্টেম এই একটি স্ক্রিন রেকর্ডিং অপশনও চালু আছে। এখান থেকে আপনি এন্ড্রয়েড অ্যাপস গুলি চালানোর জন্য একটি ডেডিকেটেড GPU বেছে নিতে পারবেন। উইন্ডোজ ১১ এর মধ্যে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে আপনি সেগুলোর সাথে ভিপিএন কানেক্ট করতে পারবেন।

মন্তব্য

উপরের দেখানোর নিয়ম গুলো অনুসরণ করে আপনি আপনার উইন্ডোজ ১১ এর এন্ড্রয়েড অ্যাপ গুলো ডাউনলোড করতে পারবেন। এবং এগুলো আপনি যেকোনো অঞ্চল থেকেই অ্যাপসগুলো ইনস্টল করে উপভোগ করতে পারবেন।





অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া