পোস্ট সমূহ

Bornomala It https://www.bornomalait.com/2023/04/blog-post_25.html

সিম্পল এবং ব্রাইডাল মেহেদি ডিজাইন

মেহেদী ছাড়া বাঙালি মেয়েদের সাজ যেন পূর্ণতা পায়না, আর এই কারণে যেকোনো ধরনের অনুষ্ঠান বাঙালি মেয়েদের সাজের একটি অংশজুড়ে থাকে মেহেদির স্থান। আর এসব কথা চিন্তা করে bornomala it আপনাদের জন্য নিয়ে এসেছে বাছাই করা সেরা কিছু নরমাল মেহেদি ডিজাইন এবং Bridal মেহেদি ডিজাইন।

মেহেদি শুধু অনুষ্ঠানের সাধ হিসেবেই নয় মেয়েদের জন্য হাতে মেহেদি লাগানো সুন্নত। মেয়েদের হাতের মেহেদি পরার ব্যাপারে নবীজি (সা) উৎসাহিত করেছেন, কারণে তে করে কষ্ট ভাবে ছেলেদের হাত এবং মেয়েদের হাত বোঝা যায়। হযরত আয়েশা(রা) থেকে বর্ণিত-একদিন এক নারী কোন এক কারণে পর্দার আড়াল থেকে নবীজি (সা) এর দিকে একটি কিতাব এগিয়ে দিলে, নবীজি তার নিজের হাত গুটিয়ে নেয় এবং বলেন " আমি বুঝতে পারছি না এটা কোন পুরুষের হাত নাকি নারীর হাত? তুমি নারী হলে অবশ্যই তোমার হাতে এবং নখের মেহেন্দির রং লাগিয়ে রাখতে।(আবু দাউদ,৪১৬৬)। চলুন তাহলে আর দেরি না করে আজকের মেহেদি ডিজাইন গুলো দেখে ফেলা যাক।

সূচিপত্রঃমেহেদি ডিজাইন

নরমাল মেহেদি ডিজাইন

নিচে দেওয়া এই সুন্দর নরমাল মেহেদি ডিজাইন গুলো আপনি যে কোন সময় এবং যেকোনো ছোটখাট অনুষ্ঠানে দিতে পারবেন। ছোটখাটো কোন কোন অনুষ্ঠান বা ঘরোয়া কোন আয়োজনে এমনকি এমনি শখের বশেও এই ডিজাইনগুলো আপনি আপনার হাতে যদি লাগান তাহলে আপনার হাতটি খুব সুন্দর দেখাবে।
 












Bridal মেহদি ডিজাইন

বিয়ের সাজে কনের হাত ভর্তি মেহেদী না থাকলে সেটি দেখতে কোনভাবেই ভালো লাগেনা এবং ভাত ভর্তি মেহেদী ছাড়া পাত্রী বিয়ের সাজে মানায় না। বিয়েতে একটি মেয়ে কতই সাজুক না কেন তার হাতে যদি ভর্তি মেহেদি ডিজাইন না থাকে তাহলে তার সম্পূর্ণ স্বাদটাই কেমন যেন অপূর্ণ থেকে যায়। আর এ কারণেই কনেদের বিয়ের সাজের জন্য কয়েকটি সেরা Bridal মেহদি ডিজাইন এর ছবি নিচে দেওয়া হল।
 




















মন্তব্য, আশা করছি অপরে দেয়া নরমাল এবং Bridal মেহেদি ডিজাইনগুলো আপনাদের পছন্দ হয়েছে। এবং এই ডিজাইনগুলো ব্যবহার করে অথবা এই ডিজাইনগুলো থেকে বিভিন্ন ধরনের মেহেদী দেয়ার আইডিয়া নিয়ে মেহেদী আপনি আপনার হাতকে আরো অনেক সুন্দর করে তুলতে পারবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে এই মেহেন্দি গুলো দিয়ে আপনার হাতকে রাঙিয়ে সাজগোজকে একটি নতুন মাত্রা দিতে পারবেন।


অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া