পোস্ট সমূহ

Bornomala It https://www.bornomalait.com/2023/04/blog-post_29.html

সূরা আর রহমান এর উচ্চারণ - সূরা আর রহমান এর বাংলা অর্থ

কুরআনের সবচেয়ে সুন্দর সূরার নাম হচ্ছে " সূরা আর রহমান "। কুরআনের এই সূরায় রয়েছে আল্লাহ পাকের অনুগ্রহ সম্পর্কে বর্ণনা। সূরা আর রহমান এর ফজিলত অনেক বেশি। আজকে আমরা পোস্টে জানবো সূরা আর রহমান এর উচ্চারণ, সূরা আর রহমান এর বাংলা অর্থ এবং সূরা আর রহমানের ফজিলত। যে কোন সময় আমরা যাতে এই ফজিলত পূর্ণ সূরাটি তেলাওয়াত করতে পারি সেই জন্য আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো সূরা আর রহমান এর উচ্চারণ।

সবসময় বা সব অবস্থায় যেহেতু কুরআন শরীফ স্পর্শ করা বা তাতে নিয়ে পড়া সম্ভব হয় না, সেই জন্য এই কথাটি চিন্তা করে আজকে এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি সূরা আর রহমান এর উচ্চারণ, সূরা আর রহমানের ফজিলত এবং সূরা আর রহমান এর বাংলা অর্থ। এই পোস্টটির মাধ্যমে আপনি যে কোন সময় অবসরে বা সফরত অবস্থাতেও আপনার হাতে মোবাইল ফোনটির মাধ্যমে এই সূরাটি তেলাওয়াত করে নিতে পারবেন।

সূচিপত্রঃসূরা আর রহমান এর উচ্চারণ - সূরা আর রহমান এর ফজিলত - সূরা আর রহমান এর বাংলা অর্থ

সূরা আর রহমান এর ফজিলত

সূরা আর রাহমান একটি অত্যন্ত ফজিলত পূর্ণ সূরা। প্রথমে আমরা জেনে নেব সূরা আর রহমান এর ফজিলত। আপনার যদি সূরা আর রহমানের ফজিলত সম্পর্কে জানা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন এই সূরা আমলের ফলে আপনি কি কি সুফল লাভ করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে ফেলি সূরা আর রহমান এর ফজিলত সম্পর্কে।

আরো পড়ুনঃ ফরজ গোসলের সঠিক নিয়ম

  • সূরা আর রহমান নিয়মিত পাঠের ফলে রুজি বৃদ্ধি হয়
  • চেহারা উজ্জ্বল এবং লাবণ্যময় হয়
  • এই সূরা স্বপ্নে পাঠ করলে হজ নসিব হওয়া সম্ভব না থাকে
  • এই সূরা পাঠ কারীর ওপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে
  • নিয়মিত সূরা আর রহমান তেলাওয়াত কারীর ওপরে দোজখ হারাম এবং বেহেশত ওয়াজিব হয়ে যায়
  • "ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন" যে ব্যক্তি এই আয়াতটি বেশি বেশি পাঠ করবে তার মান সম্মান বৃদ্ধি পাবে।
  • কোন পাত্রে বা কাগজে এই সূরা লিখে সে পাত্র বা কাগজটি ধুয়ে যে কোনো রোগীকে খাওয়ালে সেই রোগী আরোগ্য লাভ করবে।
  • চোখের সমস্যাই এই সূরা পড়ে দম করলে চোখের রোগ ভালো হবে
  • প্লীহা রোগে আক্রান্ত হলে, সূরা আর রহমান তেলাওয়াত করে রোগীর উপরে ফু দিলে আল্লাহর রহমতে নেহা রোগ সেরে যাবে।
  • বসন্ত রোগ থেকে নিরাপদ থাকা যায়

সূরা আর রহমান এর উচ্চারণ

এখন আমরা জেনে নেব কুরআনের সবচেয়ে সুন্দর সূরা-সূরা আর রহমান এর উচ্চারণ। আর রহমান সূরাটি কুরআনের ১১৪ টি সূরার মধ্যে ৫৫ তম সূরা। সূরা আর রহমানের আয়াত সংখ্যা হল ৭৮ টি। চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক সূরা আর রাহমান এর উচ্চারণ।

আরো পড়ুনঃ মহানবীর জীবন আদর্শ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

  1. আররাহমা-ন।
  2. আ 'ল্লামাল কুরআ-ন।
  3. খালাকাল ইনছা-ন।
  4. আ 'ল্লামাহুল বায়া-ন।
  5. আশশামছু ওয়ালকামারু বিহুছবা-ন। 
  6. ওয়ান্নাজমু ওয়াশশাজারু ইয়াছজূদা-ন।
  7. ওয়াছ ছামাআ রাফা‘আহা-ওয়া ওয়াদা‘আল মীঝা-ন।
  8. আল্লা-তাতাগাও ফিল মীঝা-ন।
  9. ওয়া আকীমুল ওয়াঝনা বিলকিছতিওয়ালা-তুখছিরুল মীঝা-ন।
  10. ওয়াল আরদা ওয়া দা‘আহা-লিলআনা-ম।
  11. ফীহা-ফা-কিহাতুওঁ ওয়ান্নাখলুযা-তুল আকমা-ম।
  12. ওয়াল হাব্বুযুল‘আসফি ওয়াররাইহা-ন।
  13. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা-তুকাযযিবা-ন।
  14. খালাকাল ইনছা-না মিন সালসা-লিন কাল ফাখখা-র।
  15. ওয়া খালাকাল জান্না মিম্মা-রিজিমমিন্না-র।
  16. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  17. রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন।
  18. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  19. মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়া-ন।
  20. বাইনাহুমা-বারঝাখুল লা-ইয়াবগিয়া-ন।
  21. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  22. ইয়াখরুজূমিনহুমাল লু’লূউ ওয়াল মার জা-ন।
  23. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  24. ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তুফিল বাহরি কালআ‘লা-ম।
  25. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  26. কুল্লুমান ‘আলাইহা-ফা-নিওঁ।
  27. ওয়া ইয়াবকা-ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়াল ইকরা-ম।
  28. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  29. ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন।
  30. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  31. ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন।
  32. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  33. ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতা‘তুম আন তানফুযূমিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন।
  34. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  35. ইউরছালু‘আলাইকুমা-শুওয়া-জু ম মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন।
  36. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  37. ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন।
  38. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  39. ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলু‘আন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান।
  40. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  41. ইউ‘রাফুল মুজরিমূনা বিছীমা-হুম ফাইউ’খাযুবিন্নাওয়া-ছী ওয়াল আকদা-ম।
  42. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  43. হা-যিহী জাহান্নামুল্লাতী ইউকাযযি বুবিহাল মুজরিমূন।
  44. ইয়াতূ ফূনা বাইনাহা-ওয়া বাইনা হামীমিন আ-ন।
  45. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  46. ওয়া লিমান খা-ফা মাকা-মা রাব্বিহী জান্নাতা-ন।
  47. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  48. যাওয়া-তা আফনা-ন।
  49. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  50. ফীহিমা-‘আইনা-নি তাজরিয়া-ন।
  51. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  52. ফীহিমা-মিন কুল্লি ফা-কিহাতিন ঝাওজা-ন।
  53. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  54. মুত্তাকিঈনা ‘আলা-ফুরুশিম বাতাইনুহা-মিন ইছতাবরাকিও ওয়া জানাল জান্নাতাইনি দা-ন।
  55. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  56. ফীহিন্না কা-সিরা-তুত্তারফি লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।
  57. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  58. কাআন্নাহুন্নাল ইয়া‘কূতুওয়াল মারজান-ন।
  59. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  60. হাল জাঝাউল ইহছা-নি ইল্লাল ইহছা-ন।
  61. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  62. ওয়া মিন দূনিহিমা-জান্নাতা-ন।
  63. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  64. মুদ হূমমাতা-ন।
  65. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  66. ফীহিমা-‘আইনা-নি নাদ্দাখাতা-ন।
  67. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  68. ফীহিমা-ফা-কিহাতুওঁ ওয়া নাখলুওঁ ওয়ারুম্মা-ন।
  69. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  70. ফীহিন্না খাইরা-তুন হিছা-ন।
  71. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  72. হূরুমমাকসূরা-তুন ফিল খিয়া-ম।
  73. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  74. লাম ইয়াতমিছহুন্না ইনছুন কাবলাহুম ওয়ালা-জান।
  75. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  76. মুত্তাকিঈনা ‘আলা-রাফরাফিন খুদরিওঁ ওয়া ‘আবকারিইয়িন হিছা-ন।
  77. ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন।
  78. তাবা-রাকাছমুরাব্বিকা যিল জালা-লি ওয়াল ইকরা-ম।

সূরা আর রহমান এর বাংলা অর্থ

সূরা আর রহমান এর উচ্চারণ আমরা জেনে নিয়েছি এবার আমরা জেনে নেব সূরা আর রহমান এর বাংলা অর্থ। কোরআন আমাদেরকে অর্থ বুঝে পড়তে হবে যাতে আমরা কুরআনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন সেটি আমরা বুঝতে পারি। এ কারণে আপনাদের সুবিধার জন্য সূরা আর রহমান এর বাংলা অর্থ নিচে তুলে ধরা হলে। এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক সূরা আর রহমান এর বাংলা অর্থ।

পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে করছি

  1. দয়াময় আল্লাহ।
  2. তিনি কুরআন শিখিয়েছেন।
  3. মানুষ বানিয়েছেন ।
  4. বাকশক্তি দিয়েছেন।
  5. সূর্য ও চন্দ্র গণনার জন্য নিয়োজিত আছে।
  6. তারকারাজি ও বৃক্ষসমূহ সিজদা করে।
  7. আকাশকে তিনি সমুন্নত ও মাপন করেছেন।
  8. যেন পরিমাপের সীমালঙ্ঘিত না হয়।
  9. ন্যায় ভিত্তিক মাপ প্রতিষ্ঠা কর, ওজনে কম করোনা।
  10. প্রাণীর জন্য তিনি জমিন সৃষ্টি করেছেন ।
  11. এতে রয়েছে ফলমূল এবং নতুন খেজুরের বৃক্ষ।
  12. আরো রয়েছে ঘুসিযুক্ত শস্য ও শুভ্রাণ যুক্ত ফুল।
  13. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  14. তিনি মানুষ তৈরি করেছেন শুষ্ক কঠিন মৃত্তিকা দ্বারা।
  15. ধূম্রহীন অগ্নিদারা তৈরি করেছেন জিনকে।
  16. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  17. তিনি পূর্ব এবং পশ্চিমের মালিক।
  18. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  19. তিনি পাশাপাশি দুটি সমুদ্র একসাথে প্রবাহিত করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে রয়েছে। অন্তরাল ,যা তারা অতিক্রম করে না।
  20. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  21. সমুদ্রোদয় হতে উদগত হয় মুক্তা ও প্রবাল।
  22. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  23. সমুদ্রে পাহাড় তুললো চলন্ত নৌকা আল্লাহর এই নিয়ন্ত্রণাধীন।
  24. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  25. পৃথিবীতে অবস্থিত সবাই অস্থায়ী।
  26. স্থায়ী শুধু রবের অস্তিত্ব , যিনি সুমহান ও সম্মানিত ।
  27. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  28. আসমান জমিনের সবকিছু তার কাছে প্রার্থী।
  29. তিনি প্রতিমুহূর্তে আপন কাজে ব্যস্ত।
  30. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  31. হে জিন ও মানব জাতি ! যদি আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে পারো তবে তাহা করো, তবে তোমরা তা পারবে না শক্তি ছাড়া ।
  32. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  33. তোমাদের উপরে অগ্নিশিখা ও ধুম্র পাঠানো হবে ।
  34. তখন তোমরা অসহায় হয়ে পড়বে ।
  35. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  36. আকাশ যখন বিদীর্ণ হবে তখন সেটি ধারণ করবে রক্ত রঞ্জিত চর্মরূপ ।
  37. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  38. সেদিন কৃতকর্ম সম্পর্কে না মানুষকে আর না জিনকে জিজ্ঞেস করা হবে ।
  39. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  40. পাপীদের চেনা যাবে তাদের চেহারা দিয়ে , ফলে তাদের টেনে নেওয়া হবে তাদের চুল ও পা গুলো ধরে ।
  41. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  42. এটাই সেই জাহান্নাম , পাপীরা যাকে মিথ্যা বলতো ।
  43. তারা আগুনে ও উষ্ণ পানিতে ফুটতে থাকবে ।
  44. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  45. রবের সামনে দাঁড়াতে ভয়কারীদের জন্য দান করা হবে দুটি বাগান ।
  46. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  47. দুটি বাগিচায় বহু ফল দ্বারা শাখা বিশিষ্ট থাকবে ।
  48. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  49. সেখানে আরো থাকবে দুটি প্রবাহিত নদী ।
  50. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  51. সেখানে সব প্রকারের ফলগুলি দুই ধরনের থাকবে ।
  52. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  53. সেখানে তারা রেশমের বস্ত্র খচিত ফরাসে হেলান দিয়ে বসবে ।
  54. দুটি বাগিচার ফল তাদের নিকটে ঝুলবে।
  55. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  56. সেখানে রয়েছে সুনয়না রূপসীগণ যাদেরকে আগে কেউ কখনো স্পর্শ , করেনি না মানব না জিন।
  57. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  58. এই যুবতীরা ইয়াকুত ও মারজান (হিরা ও প্রবাল) এর মতন ।
  59. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  60. ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কি হবে?
  61. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  62. এগুলো ছাড়াও আরো দুটি বাগিচা আছে ।
  63. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  64. এই বাগান দুটো গণ সবুজ বর্ণের ।
  65. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  66. সেখানে দুটি প্রবাহিত ঝর্ণা রয়েছে ।
  67. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  68. সেখানে আছে ফলমূল খেজুর ও আনার ।
  69. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  70. সেখানে আছে সচ্ছরিতা রূপসী নারীগণ।
  71. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  72. টাবুতে অবস্থানকারী এই সুন্দরী নারীগণ হলো হুরবালাগণ ।
  73. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  74. আগে কোন মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি ।
  75. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  76. তারা মনোরম সবুজ গালিচার শয্যায় হেলান দিয়ে বসে থাকবে।
  77. তবে তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ কে অস্বীকার করবে?
  78. বরকতময় তোমার রবের নাম , তিনি সুমহান ও মর্যাদাশীল।

মন্তব্য, এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা যার নাম ' সূরা আর রহমান'। যেহেতু এটি একটি অত্যন্ত ফজিলত পূর্ণ সূরা সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই সূরাটি আমল করার। এই সূরাটি আমল করলে আমরা একদিকে যেমন রুজি রোজগার সহ বিভিন্ন ধরনের সুফল পাব অন্য দিকে তেমন এই সূরার বদলাতে অসংখ্য সোয়াব হাসিল করে নিতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের সকলকে কুরআন জেনে এবং বুঝে তেলাওয়াত করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

নটিফিকেশন ও নোটিশ এরিয়া