সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ - সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ
গুনাহ মাফের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্তেগফার হল , সাইয়েদুল ইস্তেগফার। নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য যতগুলো ইস্তেগফার রয়েছে তার মধ্যে সর্বোত্তম ইস্তেগফাটির হলো সাইয়েদুল ইস্তেগফার মধ্যে। আজকে আমরা জানবো সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ ও সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ সম্পর্কে। চলুন এ পোস্টের মাধ্যমে জেনে নেওয়া যাক ,সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ।
প্রতিনিয়তই কোনো না কোনোভাবেই আমরা গুনাহের সাথে লিপ্ত হয়ে যাচ্ছি এ কারণে
আমাদের উচিত ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কান্নাকাটি
করা এবং আমাদের গুনাহ মাফ জন্য আল্লাহর নিকট ফরিয়াদ করা । আর আজকে আমরাই পোষ্টের
মাধ্যমে জানবো গুনাহ মাফের সর্বোত্তম ইস্তেগফার তাইয়েদুল ইস্তেগফার বাংলা
উচ্চারণ সম্পর্কে। এবং এই পোস্টে আরো জানতে পারবো সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ
এবং সাইয়েদুল ইস্তেগফারের ফজিলত, চলুন দেরি না করে বিষয়গুলো জেনে নেওয়া
যাক।
সূচিপত্রঃসাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ - সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ
- সাইয়েদুল ইস্তেগফার আরবি
- সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ
- সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ
- সাইয়েদুল ইস্তেগফার ফজিলত
সাইয়েদুল ইস্তেগফার আরবি
আমরা আজকে আলোচনা করছি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইস্তেগফার নিয়ে, যার নাম হল সাইয়েদুল ইস্তেগফার। প্রথমেই আমরা সাইয়েদুল ইস্তেগফার আরবি জেনে নেব। সাইদুল ইস্তেগফার আরবি নিচে দেওয়া হলো।
اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ
সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ
ইস্তেগফার পাঠকারি বা তওবা কারী কে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন, আর তওবা করার জন্য বা সকল ধরনের গুনাহের থেকে ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে উত্তম ইস্তেগফারটি হল সাইয়েদুল ইস্তেগফার। আপনি যদি সাইয়েদুল ইস্তেগফারটি না জেনে থাকেন তাহলে দেরি না করে এখনি সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জেনে নিন এবং এর মাধ্যমে আল্লাহর কাছে আপনার সকল গুনাহের জন্য তওবা করেনিন। চলুন তাহলে সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ জেনে নেয়া যায়।
আরো পড়ুনঃ সালাতুল তসবিহ নামাজের নিয়ম
সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণঃ "আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা "।
সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ
সাইয়েদুল ইস্তেগফার ফজিলত
কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে অথবা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য সবচেয়ে উত্তম
ইস্তেগফারটি হল সাইয়েদুল ইস্তেগফার। এই পোষ্টের ওপরের অংশগুলোতে আমরা
জেনেছি সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ এবং সাইয়েদুল ইস্তেগফার বাংলা অর্থ।
এবার আমরা সাইয়েদুল ইস্তেগফার ফজিলত সম্পর্কে জানব। সাইদুল ইস্তেগফার ফজিলত অনেক
বেশি এই কারণে সাইদুল ইস্তেগফারটি পাঠ করা আমাদের জন্য অত্যন্ত জরুরী। চলুন
এবার তাহলে জেনে নেয়া যাক সাইয়েদুল ফজিলত।
হাদিস থেকে জানতে পারা যায় যে রাসূলুল্লাহ (সা) এই সাইয়েদুল ইস্তেগফার টি
পাঠ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। নবীজি বলেছেন -জীবনে অন্তত একবার হলেও
সাইয়েদুল ইস্তেগফারটি পাঠ করতে। কেউ যদি গুনাহের জন্য অনুতপ্ত হয়ে খালেস
দিলে সাইয়েদুল ইস্তেগফারটি আমল করে, তাহলে আল্লাহ তাকে তার গুনা থেকে মুক্ত করে
দিতে পারেন।
হযরত সাদ্দাদ ইবনে আউস (রা) এর একটি বর্ণনা থেকে জানতে পারা যায় যে , নবী (সা)
বলেছেন -মনে বিশ্বাস রেখে যদি কেউ এস্তেগফারটি পাঠ করে তাহলে সে
জান্নাত লাভ করবে। দুশ্চিন্তা , অভাব, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার
জন্য এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করলে সুফল পাওয়া যায়।
আরো পড়ুনঃ ফরজ গোসল না করার শাস্তি
মন্তব্য, এই পোষ্টের মাধ্যমে আমরা জেনে নিয়েছি সাইয়েদুল ইস্তেগফার বাংলা
উচ্চারণ ।প্রতিনিয়তই আমরা জেনে না জেনে গুনাহ করছি। সব সময় কোন না কোন ভাবে
যেহেতু আমাদের গুনাহ হয়ে যায় এই কারণে আমাদের উচিত নিজেদের কৃতকর্মের কারণে
আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমাদের সকলকে জানা-অজানা গোনাহ করা
থেকে হেফাজতে রাখুন এবং আমাদেরকে জীবনে একবার হলেও সাইয়েদুল ইস্তেগফার পাঠ করার
তৌফিক দান করুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন