বিকাশে টাকা দেখার নিয়ম - বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বর্তমানে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাংকিং সেবার নাম হল 'বিকাশ'। এ বিকাশের মাধ্যমে টাকা উঠানো, টাকা পাঠানো এমনকি টাকা জমাতে পারি। আজকে আমরা আলোচনা করব বিকাশে টাকা দেখার নিয়ম, বিকাশে টাকা পাঠানোর নিয়ম এবং বিকাশের টাকা জমানোর নিয়ম সম্পর্কে। এ বিষয়গুলো অধিকাংশেরই জানা থাকলেও অনেকের জানা নাও থাকতে। পারে বিষয়গুলো যাদের জানা নেই তারা অবশ্যই এ সম্পর্কে জেনে নিন।
মনোযোগ সহকারে এই পোস্টটি করে বিকাশে টাকা দেখার নিয়ম , বিকাশে টাকা পাঠানোর নিয়ম , বিকাশে টাকা উঠানোর নিয়ম এবং বিকাশে টাকা জমানানোর নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন। এই বিষয়গুলো আপনার জানা থাকলে বিকাশের মাধ্যমে লেনদেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন এবং বিষয়গুলো ভালোভাবে জেনে নিন।
সূচিপত্রঃ বিকাশে টাকা দেখার নিয়ম -বিকাশে টাকা পাঠানোর নিয়ম
বিকাশে টাকা দেখার নিয়ম
মোবাইল ব্যাংকিং সেবা গুলোর মধ্যে জনপ্রিয় একটি ব্যাংকিং সেবার নাম হল বিকাশ। এখনো অনেক মানুষ রয়েছে যারা বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে অবগত, সেই ধরনের মানুষদের জন্য আজকে আলোচনা করা হবে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলুন তাহলে সময় নষ্ট না করে বিকাশে টাকা দেখার নিয়ম গুলো জেনে নেয়া যাক।দুইটি নিয়মে আপনি বিকাশে টাকা দেখতে পারেন, বিকাশে টাকা দেখার নিয়ম দুটি নিচে দেওয়া হল,
- বিকাশ কোড ব্যবহার করে টাকা দেখা
- অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করা
এবার আমরা বিকাশে টাকা দেখার নিয়ম দুটি, অর্থাৎ বিকাশ ব্যবহার করে টাকা দেখা এবং
অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করা সম্পর্কে বিস্তারিত জানবো। কষ্টের নিচের অংশটি
পড়ে আপনি বিকাশের টাকা দেখার নিয়ম সম্পর্কে সবচেয়ে একটি ধারনা পেয়ে
যাবেন।
বিকাশ কোড ব্যবহার করে টাকা দেখাঃ বিকাশে টাকা দেখার জন্য একটি কোড নম্বর রয়েছে , এই কোড নম্বরটি ব্যবহার করে আপনি খুব সহজেই বিকাশে ব্যালেন্স চেক করে নিতে পারবেন। বিকাশে টাকা দেখা বা ব্যালেন্স চেক করার কোডটি হল *247#. বিকাশ কোড ব্যবহার করে টাকা দেখার জন্য প্রথমে আপনাকে *247# নাম্বারটি ডায়াল করতে হবে।
এই কোডটি ডায়াল করলে আপনার মোবাইল স্ক্রিনে একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন , অপশন গুলোর মধ্যে নিচের দিকে 9 নাম্বার অপশনে আপনার চোখে পড়বে My bKash লেখা রয়েছে এবং তার নিচে একটি ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে 9 লিখে আপনাকে Send বাটনটি প্রেস করতে হবে। নিচে একটি স্ক্রিনশটের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হলো।
তারপর আপনার সামনে পিনকোড বসানোর জন্য আরেকটি ইন্টারফেস চালু হবে । এখানে ফাঁকা ঘরে আপনাকে আপনার বিকাশের পিন নম্বরটি বসাতে হবে।
অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করাঃ App এর মাধ্যমে ব্যালেন্স চেক করা খুবই সহজ উপায়, অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে google প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর বিকাশ অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার পিন নম্বরটি দিয়ে লগইন করে বিকাশ অ্যাপ এর মধ্যে প্রবেশ করতে হবে। এরপর বিকাশ অ্যাপ এর মধ্যে প্রবেশ করা হয়ে গেলে ওপরের অংশে Tap for balance লেখা দেখতে পাবেন এই অংশে ক্লিক করলেই আপনার সামনে ব্যালেন্স শো করবে। বিষয়টি আরো সহজভাবে বোঝানোর জন্য নিচে একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করা হলো।
বিকাশে টাকা পাঠানোর নিয়ম
এতক্ষণ আমরা বিকাশে ব্যালেন্স দেখার নিয়ম গুলো সম্পর্কে জেনে নিয়েছি , এবার
আমরা জানবো বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে। বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর
নিয়মটি ও অত্যন্ত সোজা, এই পোস্টটি যদি আপনি একটু মনোযোগ দিয়ে পড়েন তাহলে
বিকাশের টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। চলুন
তাহলে বিকাশে টাকা পাঠানোর নিয়ম গুলো জেনে নেওয়া যাক।
বিকাশে টাকা পাঠানো দুইটি নিয়ম রয়েছে। প্রথমে আমরা বিকাশে টাকা পাঠানোর
নিয়ম দুটি কি কি তা জেনে নেব এবং তারপরে বিষয়টি নিয়ে
বিস্তারিত জানবো। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক বিকাশে টাকা পাঠানোর
নিয়ম গুলো কি। বিকাশে ব্যালেন্স চেক করার মতন দুই ভাবে আপনি বিকাশে টাকা পাঠাতে
পারেন,
- কোড ডায়াল করার মাধ্যমে
- বিকাশ অ্যাপ ব্যবহার করার মাধ্যমে
কোড ডায়াল করার মাধ্যমেঃ কোড ডায়াল করার মাধ্যমে আপনি যদি বিকাশে টাকা পাঠাতে চান তাহল, প্রথমে আপনাকে *247# এই কোডটি ডায়াল করতে হবে, *247# কোডটি ডায়াল করা হয়ে গেলে, আপনার সামনে বেশ কিছু অপশন ওয়ালা একটি ইন্টারফেস চালু হবে। এই ইন্টারফেসে এক নম্বর অপশনে আপনি দেখতে পাবেন send money লেখা রয়েছে। টাকা পাঠানোর জন্য নিচে ফাঁকা ঘরে সেন্ট মানি লিখা নম্বরটি অর্থাৎ 1 লিখে ডান পাশে থাকা Send অপশনটি সিলেক্ট করুন
Send অপশনে ক্লিক করা হয়ে গেলে, আপনার সামনে যে ইন্টার ফেসটি চালু হবে এখানে আপনাকে সেই নাম্বারটি দিতে হবে যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে বা সেন্ড মানি করতে চাচ্ছেন। নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নাম্বার লিখে আবারও ডান পাশে থাকা Send অপশনটি সিলেক্ট করুন।
এরপর আপনার সামনে টাকার অ্যামাউন্ট লেখার জন্য আবার একটি ইন্টারফেস চালু হবে, আপনি যত টাকা পাঠাতে চাচ্ছেন কত টাকার এমাউন্ট বসিয়ে আবার , ঠিক আগের মতন ডান পাশে থাকা send বাটানটি ক্লিক করুন।
এরপর রেফারেন্স এর জন্য আপনার কাছে একটি নাম্বার চাওয়া হবে, রেফারেন্স হিসেবে আপনি যেকোনো নাম্বার বসিয়ে সেন্ড করতে পারেন।
পরের অপশনে আপনার কাছে বিকাশের পিন চাওয়া হবে।নির্দিষ্ট স্থানে আপনার গোপন পিন নম্বরটি বসিয়ে সেন্ড করলেই , বিকাশের মাধ্যমে আপনার টাকা পাঠানো হয়ে যাবে।
এরপর আপনার মোবাইল ফোনে সেন্ড মানির তথ্য সহকারে একটি মেসেজ আসবে,
এই মেসেজটি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে সফলভাবে আপনি বিকাশের মাধ্যমে
কাঙ্খিত নাম্বারে টাকা পাঠাতে পেরেছেন।
বিকাশে টাকা উঠানোর নিয়ম
এখন আমরা বিকাশে টাকা উঠানোর নিয়ম গুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিব।
কয়েকটি নিয়মে এবং কি কি উপায়ে বিকাশ থেকে টাকা উঠানো যায় কি সম্পর্কে আপনার
যদি সঠিক ধারণা না থাকে তাহলে এই পোস্টটি ভালোভাবে পড়ে নিন এবং বিকাশে টাকা
উঠানোর নিয়ম গুলো সঠিকভাবে জেনে নিন। তাহলে জেনে আসা যাক বিকাশে টাকা উঠানোর
নিয়ম গুলো। দুইটি নিয়মের মাধ্যমে আপনি বিকাশ থেকে টাকা উঠাতে পারেনি, নিয়ম
গুলো হলো
- এজেন্টের মাধ্যমে
- এটিএম বুথ থেকে
কই দেবে তো এজেন্ট এর মাধ্যমে বিকাশ থেকে টাকা তোলা খুবই সহজ কাজ , এজন্য প্রথমে আপনাকে আপনার আশেপাশের বিকাশ এজেন্ট এর দোকানে যেতে হব এবং বিকাশ এজেন্টকে জানাতে হবে আপনি কত টাকা উঠাতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট। আপনার টাকার এমন শোনার পরে এজেন্ট যদি এগ্রি হয় তাহলে আপনি এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন। আপনি যদি কোড ডায়াল করে এজেন্টের মাধ্যমে টাকা উঠাতে চান তাহলে প্রথমে আপনাকে *247# ডায়াল করতে হবে। এরপর আপনাকে Cash out অপশনটি সিলেক্ট করে সেন্ড করতে হবে।
আপনি যেহেতু এজেন্টের মাধ্যমে টাকা উঠাতে চাচ্ছেন এ কারণেই পরের ধাপে আপনাকে From agent অপশনটি সিলেক্ট করতে হবে।
From agent অপশনটি সেন্ড করার পরে আপনাকে নির্দিষ্ট স্থানে এজেন্টের নাম্বার লিখে Send বাটন প্রেস করতে হবে।
এরপর পর্যায়ক্রমে টাকার পরিমাণ এবং পিন নাম্বার বসিয়ে বসিয়ে সেন্ড করে দিতে হবে, এভাবে সেন্ড করে দিলে আপনার ব্যালেন্স থেকে এজেন্টের নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এবং এর পরিবর্তে বিকাশ এজেন্ট নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে পরিশোধ করে দিবে
আর আপনি যদি এক ব্যবহার করে টাকা উঠাতে চান তাহলে, প্রথমে আপনাকে লগইন করার
মাধ্যমে বিকাশ অ্যাপ এর ভেতরে প্রবেশ করতে হবে। এরপর উপরেই আপনি দেখতে পাবেন
ক্যাশ আউট করার অপশন শো করছে। এবার আপনাকে এই ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করতে
হবে।
যে এজেন্টের মাধ্যমে আপনি ক্যাশ আউট করবেন সেই এজেন্টের নাম্বারটি পরের ধাপে এখানে বসাতে হবে।এর পরের অংশে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল , আপনার টাকার এমাউন্টটি নির্দিষ্ট স্থানে বসাতে হবে এবং তীর চিহ্নের মতন সিম্বল ক্লিক করতে হবে।পরের অংশে আপনাকে রেফারেন্স এর জন্য যেকোনো একটি নাম্বার এবং তারপর বিকাশ পিন লিখে নিচের অংশ কিছুক্ষণ Tap ধরে থাকলে , এজেন্ট এর কাছে আপনার ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে এবং সেই অনুযায়ী বিকাশ এজেন্ট আপনার পাওনা পরিশোধ করে দিবে।
আরো পড়ুনঃ উপায়ে সেন্ড মানি করার নিয়ম
এটিএম বুথ থেকেঃ এটিএম বুথ থেকে টাকা উঠানোর জন্য প্রথমে আপনাকে বিকাশ
সাপোর্ট করে এইরকম এটিএম বুথ এর খোঁজ করতে হবে। এরপর, আপনার মোবাইল
থেকে সেই এটিএম বুথের লোকেশন সিলেক্ট করে নিতে হবে। কোড ব্যবহার করে এটিএম বুথ
থেকে টাকা তুলতে হলে প্রথমে আপনাকে *247# ডায়াল করতে হবে এবং একে একে ক্যাশ আউট,
এটিএম বুথ সিলেক্ট করতে হবে, এরপর আপনার বিকাশ একাউন্টের গোপন পিন নম্বরটি
বসাতে হবে। কিছুক্ষণের মধ্যেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি কোড এসে যাবে।
এরপর আপনাকে এটিএম বুথে টাকা তোলার জন্য এটিএম বুথের bkash ক্যাশ আউট অপশনটি
বাছাই করতে হবে এরপর আপনার বিকাশ একাউন্ট নম্বর, আপনার টাকা এমাউন্ট লিখতে
হবে। লেখা হয়ে গেলে আপনার মোবাইলের মেসেজ অপশনে যে ওটিপি কোড দিয়েছিল সেই
কোডটি বসিয়ে আপনি টাকা সংগ্রহ করতে পারবেন।
বিকাশের টাকা জমানোর নিয়ম
ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খোলার ঝামেলা ছাড়াই আপনি এখন ঘরে বসে বিকাশে টাকা
জমাতে পারেন। কিভাবে বিকাশে টাকা জমাতে হয় সেই নিয়মটি যদি আপনার জানা না থাকে
তাহলে সমস্যা নেই বিকাশে টাকা জমানোর নিয়ম সম্পর্কে এখন আমরা আলোচনা করব। চলুন
তাহলে বিকাশে টাকা জমানোর নিয়ম জেনে নেওয়া যাক। বিকাশে টাকা কমানোর জন্য প্রথমে
আপনার ফোনে বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর আপনার বিকাশ নাম্বার দিয়ে
লগইন করার পরে প্রথমে যেটার পেজটি চালু হবে সেখানে আপনারা সেভিংস নামে একটি
আইকন দেখতে পাবেন।
সেভিংস লিখা আইকনটি সিলেক্ট করার পরে সেভিং স্কিন খোলার জন্য একটি অপশন
আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি কত বছর মেয়াদী সেটিং করতে চাচ্ছেন সেটি
বাছাই করতে হবে। আপনি সর্বনিম্ন ২-৪ বছর মেয়াদি একাউন্ট করতে পারবেন
।আপনার সেভিংস একাউন্ট এর মেয়াদ বাছাই করা হয়ে গেলে, মাসিক কত টাকার
সেভিংস আপনি করবেন সেই অপশনটি বাছাই করতে হবে। আপনি সর্বনিম্ন ৫০০-৩০০০ টাকা
পর্যন্ত সেভিংস করতে পারবেন।
আরো পড়ুনঃ অগ্রণী ব্যাংকে একাউন্ট করার নিয়ম
আপনার অনুপস্থিতিতে কেউ যাতে এই অ্যাকাউন্টটি পরিচালনা করতে পারে সেই জন্য
একজন নমিনি বাছাই করতে হবে এবং সকল তথ্য দিতে হবে। এরপর অ্যাকাউন্ট এর কিছু নিয়ম
বা শর্তাবলী আপনার সামনে শো হবে এগুলো করে আপনাকে এগ্রি করতে হবে। তিন
নির্দিষ্ট কাজগুলো পুরা করা হয়ে গেলে, আপনার পিন নম্বর দিয়ে ওকে ক্লিক করে চেপে
ধরলেই অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর থেকে এখানে আপনি নির্দিষ্ট অ্যামাউন্ট এর
টাকা সেভিংস করতে পারবেন।
মন্তব্য, আশা করছি উপরের পোস্টটি ভালভাবে পড়ার মাধ্যমে আপনি বুঝতে
পেরেছেন বিকাশে টাকা দেখার নিয়ম , বিকাশে টাকা উঠানোর নিয়ম , বিকাশে টাকা
পাঠানোর নিয়ম এবং বিকাশে টাকা জমানানোর নিয়ম সম্পর্কে। বিকাশের মাধ্যমে টাকা
লেনদেন এবং জমানোর ক্ষেত্রে এই পোস্টটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন বলে ধারণা
করছি।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন