৫ ওয়াক্ত নামাজের নিয়ত

হাশরের মাঠে আল্লাহপাক সর্বপ্রথমে যেই জিনিসটির হিসাব আমাদের কাছ থেকে গ্রহণ করবেন সেটি হল , নামাজ আর আরবিতে যাকে বলা হয় সালাত। এই নামাজ বা সালাত হলো বেহেস্তের চাবি এবং এই ইবাদতটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দের আর এই কারণেই নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। একজন মুসলমানের উপরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ আর আজকে আপনাদেরকে এই ৫ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো জানাবো। 
যেহেতু নামাজ আল্লাহপাকের সবচেয়ে পছন্দের ইবাদত এবং এটি সর্বশ্রেষ্ঠ ইবাদত তাই নামাজ পড়ার পূর্বে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো আমাদের উচিত ভালভাবে জেনে নেওয়া।আজকে আপনাদেরকে এই পোষ্টের মাধ্যমে ৫ ওয়াক্ত নামাজের নিয়ত আরবি এবং বাংলাতে জানাবো। কারন অনেক মানুষ আছেন যারা ৫ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো আরবিতে জানতে চান এবং অনেকেই আছেন যারা আরবি ভালোভাবে পড়তে না পারার কারণে নামাজের নিয়ত গুলোর বাংলা উচ্চারণ জানতে চান। তাই প্রত্যেকের কথা চিন্তা করেই আজকে আপনাদেরকে ৫ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো আরবি এবং বাংলাতে জানাবো।

সূচিপত্রঃ৫ ওয়াক্ত নামাজের নিয়ত 

ফজরের নামাজের নিয়ত

সুবহে সাদিকের পর থেকে সূর্য উদয় হওয়া আগ মুহূর্ত পর্যন্ত ফজরের নামাজের ওয়াক্ত। ফজরের নামাজ মোট ৪ রাকাত ,এর মধ্যে ২ রাকাত সুন্নত এবং ২ রাকায়ত ফরজ। ফজরের নামাজের নিয়ত গুলো হলো,

রাকায়াত সন্নত নামাজের নিয়ত আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ سُنَّةُ رَسُوْلُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকায়াতাই ছালাতিল ফজরে সুন্নাতু রাসুলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।"
২ রাকাত ফরজ নামাজের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتَىْ صَلَوةِ الْفَجْرِ فَرْضُ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকায়াতাই ছালাতিল ফজরে ফারযুল্লাহি রাসুলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।"

জোহরের নামাজের নিয়ত

সূর্য আড়াআড়ি অবস্থা থেকে একটু হেলে পড়া থেকে শুরু করে , কোন বস্তুর আসল ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে।জোহরের নামাজ মোট ১২ রাকাত এর মধ্যে , চার রাকাত সুন্নত , চার রাকাত ফরজ , দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল। যোহরের সব নামাজের নিয়ত নিতে দেয়া হলো,
চার রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবিঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল জোহরে সুন্নাতু তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
চার রাকাত ফরজ নামাজের নিয়ত আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল জোহরে ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْظُهْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতি সালাতিল জোহরে সুন্নাতু রাসূলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
দুই রাকাত নফল নামাজের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতি সালাতিল নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

আসরের নামাজের নিয়ত

জোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথেই আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। যদিও সূর্য হলুদ রং ধারণ করার আগেই আসরের নামাজ পড়ে ফেলা উচিত কিন্তু আসরের নামাজের ওয়াক্ত থাকে প্রায় সূর্য আস্ত না যাওয়া পর্যন্ত।আসরের নামাজ মোট ৮ রাকাত , এর মধ্যে চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ। আসরের নামাজের নিয়ত হল
চার রাকাত সুন্নত নামাজের নিয়ম আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল আসরি সুন্নাতু তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
চার রাকাত ফরজ নামাজের নিয়ত আরবিঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعَصْرِ  فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল আসরি ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

মাগরিবের নামাজের নিয়ত

সূর্য সম্পন্ন ডুবে যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয়। এবং আকাশে যতক্ষণ লাল ও সাদা আভা মিশ্রিত অবস্থায় থাকে ততক্ষণ মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে। অধিকাংশ মানুষ মনে করতে পারেন মাগরিবের নামাজের জন্য ১০-১২ মিনিট সময় থাকে কিন্তু আসলে এ ধারণাটি সম্পূর্ণ ভুল মাগরিবের নামাজের জন্য মোটামুটি প্রায় এক ঘন্টা খানেক সময় পাওয়া যায়।মাগরিবের নামাজ মোট সাত রাকাত এর মধ্যে তিন রাকাত ফরজ , দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল। মাগরিবের নামাজের নিয়ত গুলো নিচে একে একে দেয়া হলো-
মাগরিবের ফরজ তিন রাকাত নামাযের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ" নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ তা'আলা ছালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবি ফারযুল্লহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।"
মাগরিবের দুই রাকাত সুন্নত নামাযের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ سُنَّةُ رَسُوْ ا الِلَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ "নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকায়াতাই ছালাতিল মাগরিবি সুন্নাতু রাসুলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।"
মাগরিবের দুই রাকাত নফল নামাযের নিয়ত আরবীঃ نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ "নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহ তাআলা রাকায়াতাই ছালাতিল মাগরিবি নফলে রাসুলুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।

এশার নামাজের নিয়ত

মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হলেই এশার নামাজের ওয়াক্ত শুরু হয় এবং মাগরিবের পর থেকে ফজরের নামাজের সময় হওয়ার পূর্ব পর্যন্ত এশার নামাজের সময় থাকে।বিতরের নামাজ বাদে এশার নামাজ মোট ১২ রাকাত এর মধ্যে চার রাকাত সুন্নত , চার রাকাত ফরজ , দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল এশার নামাজের নিয়ত গুলো পর্যায়ক্রমে নিচে তুলে ধরা হলো-
৪ রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَالَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَاءِسُنَّةُ رَسُوْلِ للَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ " নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল এশাই সুন্নাতু রাসূলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
৪ রাকাত ফরজ নামাজের নিয়ত আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ رَكْعَتِ صَلَوةِ الْعِشَءِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকয়াতাই সালাতিল এশাই ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।তবে অবশ্যই ইমামের পেছনে “ফারদুল্লাহি তা’য়ালা” বলার পরে “ইকতাদাইতু বিহা-যাল ইমাম” পড়বেন।
এশার ২ রাকাত সুন্নত নামাজের নিয়ত আরবীঃ  نَوَايْتُ اَنْ اُصَلِّىَ لِلَّّهِ تَعَالَى رَكْعَتَىْ صَلَوةِ الْعِشَاءِ سُنَّةُ رَسُوْلِ اللَّهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতি সালাতিল এশাই সুন্নাতু রাসূলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল৫ ওয়াক্ত নামাজের নিয়ত কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
এশার ২ রাকাত নফল নামাজের নিয়ত আরবীঃ  نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى رَكْعَتِ صَلَوةِالْنَفْلِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
উচ্চারণঃ নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতি সালাতিল নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
মন্তব্য , যে কোন ভাল কাজ করার পূর্বে যেহেতু নিয়ত করে নেওয়ার বিষয়টি অত্যন্ত জরুরী আর এই নিয়তের বিষয়টি নামাজের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য তাই আজকে আপনাদের সামনে ৫ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো সুন্দরভাবে এবং সঠিকভাবে উপস্থাপনের ব্যবস্থা করেছি। যেহেতু আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত গুলো সঠিকভাবে জেনে নিয়েছেন তাই অবশ্যই মুসলমান হিসেবে আপনার উপরে অর্পিত এই ফরজ দায়িত্বটি যথাযথভাবে পালনের চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের প্রত্যেককে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ নিয়মে আদায় করার তৌফিক দান করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url