১০০টি কষ্টের স্ট্যাটাস

পৃথিবীতে কষ্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছু খারাপ লাগা আছে , কষ্ট আছে। তবে পার্থক্য এটাই যে কেউ নিজে কষ্টকে চেপে রাখে আর কেউ তা বিভিন্নভাবে প্রকাশ পাবে। কষ্ট যেমনই হোক না কেন , এটা কি কষ্ট করে আমরা পেয়ে থাকি প্রিয় এবং কাছের মানুষগুলোর থেকেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাছাই করা কিছু সংগৃহীত কষ্টের স্ট্যাটাস। আশা করছি এই ১০০টি কষ্টের স্ট্যাটাস আপনাদের ভালো লাগবে।

আশা করছি নিচে দেওয়া এই ১০০টি কষ্টের স্ট্যাটাস পছন্দ মতন আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। নিচে দেওয়া ১০০টি কষ্টের স্ট্যাটাস গুলোর মধ্যে থেকে যেগুলো আপনার ভালো লাগে, তা সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করার মাধ্যমে আপনার কষ্ট কিছুটা কমাতে পারবেন বলে আশা করি।
  1. যা ভেঙ্গে গেছে তা স্বপ্ন ছিলো ,আর যারা ভেঙ্গে দিয়েছে তারা আপনজন ছিলো।
  2. প্রতিটি কষ্ট এক একটা শিক্ষা দেয় ,আর প্রতিটি শিক্ষা মানুষকে পরিবর্তন করে দেয়।
  3. জীবনটা ভীষণ অদ্ভুত ,যখন পাশে কাওকে দরকার হয় তখন কেও থাকে না।
  4. তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পায়নি, যখন দেখলামলা মানুষটা আমারি পরিচিত তখনই কষ্ট পেয়েছি।
  5. কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে,সেটা শুধু সময় বলে দেয় ।
  6. আমার জীবনের প্রতিটা আমি দোষী ,আনন্দিত না হলেও বরাবর আমি হাসিখুসি
  7. প্রিয় মানুষটার “নামের” মধ্যে এক অ’দ্ভু’তরকম শক্তি আছে।যেকোনো জায়গায় দেখলে বা শুনলে, মানুষটার কথা বড্ড বেশি মনে পড়ে।
  8. মাফ করে দিও…!অপ্রিয় হয়েও বার বার প্রিয় হওয়ার জন্য বিরক্ত করেছি>
  9. কেউ স্বপ্নের জন্য পরিবার ছা’ড়ে। আবার কেউ পরিবারের জন্য স্বপ্ন ছা’ড়ে।আবার অনেকেই এই দুটোর জন্য দুনিয়া ছাড়ে,,,
  10. যদি আগে জানতাম বড়ো হলে এতো কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরীর তলায় চলে যেতাম।
  11. হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে, আমার চাওয়াটা পূর্ন্য হলো।
  12. মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়, স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়।
  13. বোকা মানুষ গুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়।
  14. কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায়, তখন মানুষ কাঁদে না চুপ থাকতে শিখে যায়!
  15. কাউকে ভালবেসে তাকে কষ্ট দিলে সে নিজে ও কষ্ট পায়।
  16. তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায় আমি তবে থাকবো ভালো তোমার ভালো থাকায়।
  17. এখন আর আমি একা নই তুমি চলে গেছোতাতে কি হয়েছে?তোমার দেওয়া কস্টগুলো এখন আমার ঘুম হীন রাতের সঙ্গী।
  18. বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।
  19. তোমার চেয়ে ভয়ংকর কেউ নেই পৃথিবিতে আমার বিষ্যশ, তুমিযে কোরেছ আমার শেষ সর্বনাষ।
  20. ভালোবাসতে সুধুই মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে।
  21. এ পৃথিবিতে নিজের বলতে কোনো কিছু নেই।
  22. কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা বাঁচার মানেটা রয়ে যাবে দূরে।
  23. ভালবাসার জগতে কিছু প্রাপ্তি যদি থাকে, তার নাম বেদনা।
  24. এত ভালবেসেও পাওয়া হলো না। ভাল থাকুক ভাল বাসা।
  25. স্তব্দ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকতো আজ নীরবতায় পূর্ণ থাকে।
  26. মানুষ হইল বেইমান জাতি, ফুলে ফুলে মধু খায় | ফুলের মধু শুকাইয়া গেলে আর ফিরা নাহি চায়……!
  27. স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে, স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো । কারন, স্মৃতি মানুষ কে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়।
  28. আমি অভিমান করি,, তুমি আমার কষ্ট বুঝবে বলে আমি দুরে খাকি তুমি আমাকে মিস করবে বলে।
  29. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারন অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়..!!
  30. অবস্থান হোক না যতো দূর আত্মার মিল হবে অদৃশ্যের মাঝেই।
  31. কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্নৃতি আর স্বপ্ন গুলো জীবন কে বিষন্ন করে তুলে.!
  32. হাজার কষ্টের মাঝে হাজারো ভুলের মাঝে যে relation রয়ে যায় সেটা হলো real relation আর একটু ভুলের মাঝে যে relation হারিয়ে যায় তা হলো অভিনয়।
  33. তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেওনা, বরং রাস্তায় পড়ে থাকা সেই মানুষ গুলোর সাথে তুলনা করে দেখো তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো।
  34. আপনি কাউকে কষ্ট দিয়েছেন, কাঁদিয়েছেন। তবে অপেক্ষা করুন; আপনিও ঠিক ততটাই কষ্ট পাবেন, ততটাই কাঁদবেন।
  35. জিবন যুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা বড় কষ্ট কর।
  36. কেউ যদি আমাকে বুঝতে পারো তাহলে কষ্ট করে আইসা একটু আমাকেও বুঝাইয়া দিও।
  37. সবার দেওয়া আঘাত মেনে নেওয়া যায় প্রিয় অমানুষ গুলার দেওয়া কষ্ট মেনে নেয়া যায় না।
  38. অভিমানি এই জীবন কেন থামে না কান্না ভরা এই মন কিছু জানেনা। কষ্ট ভরা এই বুকে সীমাহীন বেদনা। আর যার জন্য এই মন কাঁদে সে তো বুঝেনা.
  39. মেয়েরা সব সময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদিকে।
  40. “কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময়কলিজায় আঘাত করে চলে যায়।এটাই বুঝি বাস্তবতা।”
  41. বিশ্বাস আর নিশ্বাস খুব মূল্যবান !এক বার হারিয়ে গেলে আর ফিরে আসে না।
  42. পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে,কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট !
  43. যে মানুষ অল্পতেই খুশি হয়সে কিন্তু অল্প আঘাতেই, অনেক বেশি কষ্ট পায়
  44. দুনিয়ার প্রতিটা মানুষের বুকে ব্যথা আছে,,,,,শুধু প্রকাশ করার ধরন আলাদা,
  45. আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়। আর বিবেক হল সূর্য যা কখনো নেভে না।
  46. মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ, বুকে কতটা কান্না চাপা থাকে, জানতে পারেনা কেউ।
  47. ভুলতে পারি না বলে কষ্ট দিচ্ছো? একদিন দেখবে সব কষ্ট সহ্য করে তোমাকে ঠিক ভুলে যাবো।
  48. চলে যাবে? যাও। বাধা দিবো না। কারন জোর করে কাউকে ধরে রাখা যায় না। কিন্তু, যাওয়ার আগে, তোমার স্মৃতি গুলো নিযে যাও, যা আমাকে শুধুই কষ্ট দিচ্ছে।
  49. সুখের সময়ে বন্ধুদের অভাব হয় না কিন্তু দুঃসময়ে আর কেউ পাশে থাকে না…।
  50. হ্যাঁ আমি ব্যর্থ। আমি হেরে গেছি তোর মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে।
  51. যদি সময়ের সাথে সাথে ভালবাসা কমতে থাকে, তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালবাসা ছিল না, সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র।
  52. তোমার শহরের কোথাও আমি নেই অথচ আমার পুরো শহরটাই তুমি তুমি আমার ব্যস্ততা আর আমি তোমার অবসর।
  53. নিজের জীবনের চেয়ে বেশি কাউকে ভালবাসলে উপহার হিসেবে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না!!
  54. ছোট একটা ভুলের জন্য যে চিরদিনের জন্য ছেড়ে চলে যায় সে আসলে কখনো পাশে থাকার যোগ্যই ছিলো না।
  55. প্রত্যকের জীবনেই একজন আসে শুধুই কষ্ট দিয়ে যেতে, ভালোবাসতে না।
  56. অল্পতে কেঁদে ফেলা মানুষের মনটা অনেক সরল হয়, আর এই সরল মনের মানুষগুলো জীবনে বেশি ধোঁকা খায়।
  57. কিছু মানুষের সাথে কাটানো সময় গুলো অনেক বিরক্তিকর হলেও, পরে তাদের খুব বেশি মনে পড়ে।
  58. মানুষ সবচেয়ে বেশী কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি, কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।
  59. মেয়েদের সবচেয়ে বড় গুন হচ্ছে হাজারো কষ্ট লুকিয়ে খুব সহজেই হাসতে পারে।
  60. কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়।
  61. যখন কারো উপর অধিকারের গন্ডিটা ছোট হয়ে আসে তখন তার উপর থাকা ভালবাসা আর বিশ্বাসটাও কমে আসে ফিকে হয়ে আসে।
  62. ভালো তো শুধু আমি বেসেছিলাম, তুমি তো শুধু করেছ অভিনয়। তাইতো আজ আমি এত কষ্টে হাহাকার করে পথ চেয়ে থাকি।
  63. জীবনে সব না হলেও এখন বুঝে গেছি তোমাকে পাওয়া কতটা কঠিন। কিছু কষ্ট যা মনের ভিতরে আজও নাড়া দেয় সেটি কাউকে বলা যায় না।
  64. ভালবাসতে জানলে শুধু সুখ পাওয়া যায় না বরং কষ্ট পাওয়ার যোগ্যতা রাখা লাগে, তবেই ভালবাসা জায়।
  65. আমার সবকিছু বিসর্জন দিয়ে হলেও আমি তোমাকে চাই কিন্তু তুমি আমাকে পর করে অন্যের হয়ে মুক্তি নিলে আমার কাছ থেকে।
  66. আধাঁরের পরে আলো আসে কান্নার পরে হাসি, দুঃখের পরে সুখ আসে। এইতো জীবন তরী।
  67. কষ্টগুলো যখন পথ চলতে সাহস যোগায়!তখন কষ্টগুলো সুখ মনে হয়।
  68. শূন্যতায় ভরা এ জগৎ সংসার, সুখ-দুঃখ ভরা সব অতৃপ্তআত্না; সুখ অনুভবে, তবু সুখ বলে কিছু নেই- দুঃখ সে তো শাশ্বত শূন্যের হাহাকার!!
  69. পরিস্থিতির স্বীকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মনে করে মেনে নিতে হয় চোখের দুফোটা জ্বল মুছে সামনে এগিয়ে যেতে হয় এইটাই জীবন
  70. অভিমানী মেয়েরা.. কষ্ট দেয় ছেলেদের, কিন্তু অভিমানী ছেলেরা.. কষ্ট দেয় নিজেদেরই, সরে আসে ভালোবাসার মানুষটিকে ছেড়ে কিন্তু ভালোবেসে যায় আজীবন।
  71. পৃথিবীতে কষ্ট পেয়ে যেভাবে আমরা হতাশ হই, তা অনন্ত সুখী জীবনের তুলনায় শিশুকে টিকা দেয়ার মতোই। পৃথিবীর এসব কষ্টকে কেউ ধৈর্যের সাথে সহ্য করতে পারলে, তার জীবনে হতাশা বলে আর কিছু থাকে না।
  72. মানুষের কষ্ট দিন ও রাত- সবসময়ই থাকে। দিনের কষ্টের সাথে রাতের কষ্ট মিলেনা। তাই মানুষ দিনের কষ্ট রাতে কিংবা রাতের কষ্ট দিনে উপলব্ধি করতে পারেনা।
  73. নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই!
  74. জীবনে কষ্ট না থাকলে সুখকে ভালো ভাবে অনুভব করা যায় না! কষ্টের পর যে সুখ আসে সেটা সত্যি অতুলনীয়!
  75. কষ্ট পাওয়া টা যার অভ্যাসে পরিণত হয়ে যায়! -সে এক সময় কান্না করেতে ভুলে যায়.!
  76. দুনিয়ার সামান্য কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলো। -বলি কি মৃত্যুর পর জাহান্নামের এতো কষ্ট কি ভাবে সহ্য করবে!
  77. good night বলতে মনে চায় না। কারন আমার চোখে ঘুম নেই। আমার বুকের ভিতর কষ্ট টা কেউ বোঝলো না।
  78. তুমি যদি কাউকে কষ্ট দাও, আর যদি সে চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও। কারণ, এর বিচার স্বয়ং আল্লাহ করবেন ! ইমাম আলী (রাঃ)
  79. তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে, আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার।
  80. এতো গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই!
  81. যাকে যতই আপন ভাবি না কেন, সবশেষে বাবা-মা ছাড়া আর কাউকে পাশে পাই না।
  82. কষ্ট গুলো লুকানোর জন্যেসামান্য মিথ্যে হাসি আরভালই আছিবলাটাই যথেষ্ট।
  83. একদিন বুঝবেতোমার হৃদয়ে আমারঅভাবটা ঠিক কতটা জুড়ে?
  84. কেউ যদি তোমারভালবাসার মূল্য না বুঝেতবে নিজেকে নিঃস্ব ভেবো নাকারন জীবনটা এত তুচ্ছ না
  85. তুমি হাসলে সবাইতোমার সাথে হাসবেকিন্তু তুমি কাঁদলে কেউতোমার সাথে কাঁদবেনামানুষকে কাঁদতে হয়একা একা..!!
  86. কষ্ট মানুষ কে পরিবর্তন করেকষ্ট মানুষ কে শক্তিশালি করেআর প্রতিটি কষ্টের অভিঙ্গতাইআমার জন্য নতুন শিক্ষা ।
  87. জীবনের গতির কথা ভাবলে পা দুটোরগতিও থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখনআত্মবিশ্বাস টুকুই সঙ্গি হয়..!!
  88. জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরেগেলেও কাঁদায়
  89. তুই পাশে না থাকলে আমার রোদেলা আকাশটা ও বেজায় অন্ধকার।
  90. কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে।
  91. একটা মানুষ তখনই কাঁদে ,যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।
  92. ভাগ্যের কাছে আমি হার মানি নাইহেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।
  93. মৃত্যু শুধু দেহের হয় না কখনও মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয় ।
  94. অশ্রু হলো এমন ভাষা যা হৃদয়, মুখে প্রকাশ করতে পারে না।
  95. যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না,সেখানে বাস্তবতা তো নির্মম।
  96. স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভাঙলে ,আর মানুষ পালিয়ে যায়,স্বার্থ ফুরালে
  97. ভদ্র ছেলেদের জন্য, মেয়েদের মনে প্রেম জাগে না! যেটা জাগে সেটা হল সহানুভূতি!
  98. যে খানে নিজের মূল্য নেই! - সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াটাই উত্তম!
  99. যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না, একদিন দেখবে পাথর খুজতে খুজতে হীরা হারিয়ে ফেলেছো।— ডেনিস ওয়েটলে
  100. অবহেলা শব্দটি খুব একটা বড় না হলেও অনেক বড় বড় সম্পর্ককে নিমিষেই শেষ করে দিতে পারে। অনেক অনেক বছর ধরে খুব যত্নে গড়া একটি সম্পর্ক দুইদিনের অবহেলাতেই ধুলিস্যাৎ হয়ে যেতে পারে
মন্তব্য, মানুষ একা একা কষ্ট নিয়ে বাঁচতে পারেনা তাই উপরে দেওয়া ১০০টি কষ্টের স্ট্যাটাস গুলো আশা করছি আপনার কষ্ট কমাতে কিছুটা হলেও সাহায্য করতে। তবে একা একা কষ্ট পাওয়ার কি কাছের দুই একজন মানুষের কাছে এটি শেয়ার করুন তাতে আপনার মন কিছুটা হালকা হতে পারে।
তথ্যসূত্রঃ
shopnik.com.bd
technicalbrobd.com
notunsokal.com
bengalimasti.com
https://www.statusify.xyz/
https://inforesultbd.com/
https://www.obohelajibon.info/

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url