আর্টিক্যাল লেখার বেসিক ও এডভান্স নিয়ম কানুন

একটি ভালো আর্টিক্যাল লিখার জন্য আমাদের কে কিছু বেসিক ও আডভান্স নিয়ম কানুন ফলো করতে হবে।এসব বেসিক ও এডভান্স নিয়ম কানুন ফলো করে আমরা যদি আর্টিক্যাল গুলো লিখি তবে আর্টিক্যাল গুলো সকলের কাছে গ্রহণযোগ্য হবে।তাহলে আসুন জেনে নেয়া যাক  সেই বেসিক ও এডভান্স নিয়ম কানুন গুলো কি কি।


দিনের কোন সময় টাই আর্টিকেল লিখলে মনোযোগ সহকারে আর্টিকেল লিখা যাবে , কোথায় কতটুকু স্পেস দিতে হবে , কোথায় আমরা ফিচার ইমেজ যোগ করব , ফোকাস কিওয়ার্ড কি কতবার ব্যবহার করব ইত্যাদি সম্পর্কে আজ এ পোস্টে আলোচনা করা হবে।

সুচিপত্রঃআর্টিক্যাল লেখার বেসিক ও এডভান্স নিয়ম কানুন

ফোকাস কিওয়ার্ড ঃ

পোষ্টের প্রান বা হৃদপিন্ড বলা হয় এই ফোকায কিওয়ার্ডকে।আমরা যেমন প্রান ছাড়া চলতে পারিনা একটি পোষ্টের জন্য ফোকাস কিওয়ার্ডও তেমন।পোষ্টের বেসিরভাগ ভিউগুলো আসে গুগোল থেকে তাই আমরা যদি ফোকাস কিওয়ার্ড না রাখি তাহলে আমাদের পোষ্টগুলো গুগোলের Seo র‍্যাংকিং এর শুরুতে আসবেনা।

ফোকাস কি ওয়ার্ড কতবার ব্যবহার করতে হবেঃ

আমরা  যে বিষয়বস্তুটি লিখে গুগোলে সার্চদি সেটাই হল ফোকাস কিওয়ার্ড।আমাদের শুধু টাইটেলে একবার ফোকাস কিওয়ার্ড লিখে ছেড়েদিলে চলবে না,ফোকাস কিওয়ার্ডটি অন্তত পুরো পোষ্টে ১০/১৫ বার থাকা লাগবে।এবং এটি আমন ভাবে লিখতে হবে যাতে পুরো বাক্যটার সাথে মিল থাকে,শুধু যেখানে সেখানে কিওয়ার্ডটি লিখে দিলে চলবে না।

একটা প্যারা লিখার পর কতখানি স্পেস দিয়া আর একটা প্যারা লিখতে হবেঃ

অনেক সময় দেখা যায় অনেকে একটা প্যারা লিখার পর ২/৩ টা ইন্টার দিয়া দ্বিতীয় প্যারা লিখা শুরু করে।এমটি না করে আমরা একটা প্যারা শেষ হলে ১টা ইন্টার দিয়া পরের প্যারাটা শুরু করতে পারি।তাহলে আর্টিক্যালটি দেখতে ভাল লাগবে।

আকর্ষনীয় ডাউনলোড বাটন যুক্ত করাঃ

আমরা আমাদের পোষ্টের ভেতর ডাউনলোড বাটান যুক্ত করবো। ডাউনলোড লিঙ্কগুলো নরমাল লিঙ্ক এর মতন করে না রেখে বাটান আকারে দিলে দেখতে সুন্দর দেখাবে এবং পাঠকেরা সহযে বুঝতে পারবে।

পোষ্টের মধ্যে কি ধরনের ভাষা ব্যবহার করবোঃ

পোষ্টের ভেতর আমরা এমন ভাষা ব্যবহার করবো যেটা বুঝতে কারো অসুবিধা না হয়।যে শব্দটা সকলের কাছে পরিচিত সেটে ব্যবহার করব হতে পারে সেটি বাংলা বা ইংরেজি শব্দ।আমাদের লিখা গুলো এমন হবে যেন আমরা পাঠকদের সাথে গল্প করছি।

লিখার সময় কোন কোন বিষয় খেয়াল রাখতে হবেঃ

আর্টিকেল  লেখার সময় আমাদে আরও বেস কিছু বিষয় মাথায় রাখতে হবে।একটি আর্টিক্যাল লিখতে অনেক মনযোগ প্রয়োজন হয় ।আর্টিক্যাল লিখার সময় যে বিষয় গুলো খেয়াল রাখতে হবে সেগুলো হল,

  • Write early in the morning
  • Be a good reader
  • Be simple
  • Complete your artical in various stage
  • Write in a disteaction-free location
  • Go smoothly
  • Research well before writing
  • Give yourself aspecific amount of time
  • Note down your research
  • proofread your writing
  • Draf your post and edit it leater
  • Don't repeat the same word again and again
  • Learn grammer
  • Remove unnecessary word
  • Write to the point
  • Don't edit while write
  • Read the best writing
  • Don't write withouta clear understanding of your audiance
  • Don't write without clear purpose
  • Don't write contant  that does not add value or solve a problemfor tha reader
  • Don't leave the reader with nowwhere to go
  • Don't assum your work is perfect

এ নিয়ম কানুন গুলো ফলো করে আমরা যদি আর্টিক্যাল লিখি তাহলে আমরা অবশ্যয় একটা আর্দশ আর্টিক্যাল বা পোষ্ট লিখতে পারবো ।

আর্টক্যাল লেখার পরিবেশ ও সময়ঃ

একটি আর্টিক্যাল লিখতে প্রচুর মনোযগ এবং চিন্তা ভাবনার প্রয়োজন সেই জন্য আর্টিক্যাল লিখার পরিবেশ শান্ত শিষ্ট আর নিরিবিলি হওয়া দরকার ।আমরা যদি নিরিবিলি পরিবেশে না লিখতে বসি তাহলে আমাদের মনযোগ বারবার এদিক ওদিক চলে যাবে এবং আমরাদের পোষ্ট লিখা ভালো হবেনা ।আর পোষ্ট লিখতে সময়ও বেশি লাগবে।তাই আমাদের উচিৎ আর্টিক্যাল জন্য একটা নিরিবিলি পরিবেশ বেছে নেয়া।আমরা লিখার জন্য সকালে ফযরের পর ,দুপুরে একটু রেস্ট এর পর বা রাত ১২ টার পর যখন পরিবেশটাও থাকবে এবং আমাদের মেন্টালিটি টাও ফ্রেশ থাকবে সেই সময়টা বেছে নেব।

নোট করাঃ

আমরা যে বিষয়ের ওপর আর্টিকযাল লিখব সেটি সম্প্রর্কে প্রথমে ভালোভাবে ধারণা নিব এবং কোন কোন জিনিসগুলো আমরা আমাদের পোষ্টে লিখবো সেগুল নোট করে রাখব।নোট করে না রাখলে হয়ত আমরা লিখার সময় ভূলে যেতে পারি।

বারবার এক কথা ব্যবহার না করাঃ

পোষ্টের মধ্যে বারবার এক কথা ব্যবহার করা যাবে না এতে পাঠকরা আমাদেরকে বাচাল ভাববে এবং তারা বিরক্তবোধ করবে। এ কারণে একই কথা বারবার বলার বা ঘুরিয়ে প্যচিয়া বলার দরকার নাই।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url