সূরা কদর বাংলা উচ্চারণ - সূরা কদর ফজিলত
কুরআনের প্রতিটি সূরার বিশেষ মর্যাদা এবং ফজিলত রয়েছে। পবিত্র গ্রন্থ আল-কুরআনের
১১৪ টি সূরার মধ্যে সূরা কদর অন্যতম একটি সূরা। এই সূরাটি কুরআনের .৯৭ তম সূরা
এবং এর আয়াত সংখ্যা পাঁচটি। মক্কায় অবতীর্ণ হয় বলে সূরা আল কদরকে মাক্কী সূরা
বলা হয়।
লাইলাতুল কদর এর রাতের নাম অনুসারে এই সূরার নামকরণ করা হয়। পবিত্র লাইলাতুল
কদরের রাতটি এতটাই মর্যাদা সম্পন্ন যে , এই রাতের কথা উল্লেখ করে কুরআনে
পূর্ণাঙ্গ একটি সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। আর আজকে আমরা এ করতে জানবো সূরা আল
কদরের ফজিলত , এই সূরার আরবি এবং বাংলা উচ্চারণসহ অর্থ।
সূচিপত্রঃ সূরা কদর বাংলা উচ্চারণ ও অর্থ
সূরা কদর ফজিলত
প্রতিদিন এ সূরা তিলাওয়াত করলে আল্লাহ তায়ালা রহমতে বিপদ-আপদ হতে নিরাপদ থাকা
যায়। কোন কাজে রওনা হওয়ার পূর্বে সূরা তিলাওয়াত করে গেলে আল্লাহর মেহেরবানীতে
শুভ ফল লাভ হয়। ফজরের নামাজের ও মাগরিবের নামাজের পর এ সূরা ৩ বার তিলাওয়াত
করলে মান সম্মান বাড়বে। অজু করার পর আকাশের দিকে তাকিয়ে একবার এ সুরা তিলাওয়াত
করলে আল্লাহর মেহেরবানীতে কখনো চোখের জোত্যি নষ্ট হবে না। ৫। কোন স্থানে কলেরার
প্রাদুর্ভাব দেখা দিলে প্রতিদিন ফজরের সময় এই সূরা তিনবার পাঠ করে শরীর দিলে
আল্লাহর মেহেরবানীতে আক্রান্ত হবে না। ( বহু পরীক্ষিত) রাতকানা রোগ থেকে মুক্তি
লাভের জন্য এ সূরার আমল খুবই ফলপ্রদ। এর আমল এরূপ : এক মুষ্টি আমন ধানের চাউল
নিয়ে একুশ বার এই সূরা তিলাওয়াত করবে। একবার তিলাওয়াত করে উক্ত চাউলে একবার
ফুটবে। এভাবে ২১ বার ফুক দিবে। তারপর ওই চাউ সন্ধ্যা সময় ঘরের দরজার সম্মুখে
ছড়িয়ে দিবে যে অন্য মোরগ ঘরে প্রবেশ করার সময় ওই চাউল খেতে পারে রাতকানা
ব্যক্তি সে চাওয়া খাবে। ৭। নদীর কূলে বসিয়ে সূরা পাঠ করতে থাকলে নদী পার হওয়ার
উপায় হয়েছে।
সূরা কদর আরবি
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
- إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
- وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
- لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
- تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
- سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
সূরা কদর বাংলা উচ্চারণ
বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
- ইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।
- ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
- লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
- তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
- ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা’ইল ফাজর।
সূরা কদর বাংলা অর্থ
পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি
- আমি একে নাযিল করেছি শবে-কদরে।
- শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
- শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
- এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।
- এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।
নীতিমালা মেনে কমেন্ট করুন
comment url