সূরা ইখলাস বাংলা উচ্চারণ ছবি - সূরা ইখলাস এর অর্থ

কুরআনের ১১৪ টি সূরার মধ্যে সুরা ইখলাস হল ১১২ নম্বর সূরা। এই ফজিলত পূর্ণ সূরাতে রয়েছে মাত্র চারটি আয়াত এবং একটি রুকু। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ।

সূরা ইখলাস চার আয়াতের ছোট্ট একটি সূরা হলেও এই সূরার ফজিলত অনেক বেশি এবং তিনবার সূরা ইখলাস পাঠ করলে একবার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। খাইবারের বেশ কয়েকজন ইহুদী ব্যক্তি নবীজি (সা) এর কাছে এসে প্রশ্ন করে বলেন - আপনার রব কোন বস্তু দিয়ে তৈরি তা আমাদের জানান। আর ইহুদীদের এই প্রশ্নের প্রেক্ষিতেই আল্লাহপাক সূরা ইখলাস নাযিল করেন। ইখলাস এর নামের অর্থ হল - এক একনিষ্ঠতা

সূচিপত্রঃ সূরা ইখলাস বাংলা উচ্চারণ ছবি - সূরা ইখলাস এর অর্থ

সূরা ইখলাস এর ফজিলত

সূরা ইখলাস খুবই ছোট একটি সূরা হলেও এই সূরার ফজিলত এবং মর্যাদা অনেক বেশি। নিয়মিতভাবে এই সূরা আমল করলে অশেষ সোয়াবের অধিকারী হওয়া যায়।

১। হাদিস শরীফে বর্ণিত আছে যে সূরা ইখলাস তিনবার পাঠ করলে সম্পূর্ন কুরআন মজিদ একবার তিলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। 
২। কোন মাটির পাত্রে এ সুরা বিসমিল্লাহসহ সাতবার লিখে রাখলে যে কোন কঠিন রুগ্ন ব্যক্তিকে তো ধৌত করে ২১ দিন সেই পানি পান করলে আল্লাহর মেহেরবানীতে সে আরোগ্য লাভ করবে। 
৩। ইশার নামাজের পর দাঁড়িয়ে সূরা ইখলাস একবার তিলাওয়াত করলে আল্লাহ তায়ালা সবগুলা মাফ করে দিবেন। 
৪। কোন কঠিন বিপদ হতে উদ্ধার লাভের জন্য বা কোন অপূর্ণ বাসনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে এই সূরা বিসমিল্লাহসহ এক হাজার বার লিখে রাখলে আল্লাহ তায়ালা উদ্দেশ্যে পূরণ করে দিবেন। 
৫। কবরস্থানে গমন করে এই সূরা ১১ বার পাঠ করলে মৃত ব্যক্তিগণের রুহের ওপর বখশে দিলে অসংখ্য সোয়াব হয় এবং তার ওপর আল্লাহর রহমত বর্ষিত হয়। 
৬। যে ব্যক্তি প্রতিদিন সকালে এই সূরা তিলাওয়াত করবে আল্লাহ তা'আলা তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং তার মঙ্গল হবে। 
৭। ফরজ ও মাগরিবের নামাজের পর এই সূরা তিলাওয়াত করলে ঈমান দৃঢ় হয়, শেরেকী গুনাহ থেকে বিপদ থেকে বেঁচে থাকা যায়। 
৮। এ সূরা তিলাওয়াত করে মোনাজাত করলে আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায়

সূরা ইখলাস আরবি

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

  1. قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ‎
  2. ٱللَّهُ ٱلصَّمَدُ ‎
  3. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ‎
  4. وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ‎

সূরা ইখলাস বাংলা উচ্চারণ 

বিসমিল্লাহির রাহমানির রাহিম‎
  1. কুল হুওয়াল্লাহু আহাদ
  2. আল্লাহুস সামাদ
  3. লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ
  4. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ

সূরা ইখলাস এর অর্থ

পরম করুনাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি

  • বলুন (হে রাসুল!), তিনিই আল্লাহ, একক। 
  • আল্লাহ অমুখাপেক্ষী। 
  • তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। 
  • আর তার সমতুল্য কেউ নেই।

সূরা ইখলাস বাংলা উচ্চারণ ছবি




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন

comment url