ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
উজ্জ্বল ত্বক বা বলতে পারেন গ্লোয়িং স্কিন এর প্রত্যাশা আমাদের সকলেরই থাকে, উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি , কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের আসা অনুযায়ী ফল পাওয়া হয় না। আপনাদের এই সকল সমস্যার সহজ সমাধান করার জন্য নিয়ে এসেছি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো জানতে হলে পোস্টটি শেষ পর্যন্ত করে দেখুন।
আজকের এই পোস্টের মূল আলোচনার বিষয় হলো-ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সঠিক নিয়ম গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় নামক এই পোস্টটি করার মাধ্যমে বিষয়টি ক্লিয়ার ভাবে জেনে নিতে পারবেন। এই পোস্টটি পড়লে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় ছাড়াও আপনি আরো যে বিষয়গুলো জানতে পারবেন সেগুলো হলো-তাদের উজ্জ্বলতা বৃদ্ধির খাবার , মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়, মেয়েদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় এবং ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়। চলুন তাহলে আর দেরি না করে বিষয়গুলো ক্লিয়ার ভাবে জেনে নেওয়া যাক।
পোস্ট সূচিপত্রঃত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির খাবার
- চেহারার সৌন্দর্য বৃদ্ধির উপায়
- মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়
- মেয়েদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
- ছেলেদের ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
আজকে আমরা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো এক এক করে জেনে নেব। আপনি
যদি glowing skin বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে নিচে দেখানো
পদ্ধতি গুলো অবশ্যই অনুসরণ করুন। আপনি যদি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো
না জেনে থাকেন, তাহলে এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন এবং জেনে নিন ত্বকের
উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য যে উপাদান গুলো
ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হল।
- হলুদ
- কাঁচা দুধ
- অ্যালোভেরা জেল
- কমলার রস এবং কমলার খোসা
- পাকা পেঁপে
- বেসন
- কলা
- টক দই
- মধু
- আমন্ড অয়েল
- নারিকেল তেল
- চিনি
- কফি
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির খাবার
চেহারার সৌন্দর্য বৃদ্ধির উপায়
চেহারার সৌন্দর্য বৃদ্ধি করা এমন কোন কঠিন বা অসম্ভব কাজ নয়। আপনি আপনার
কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে একটু সময় বের করে কিছু টিপস এবং কিছু
নিয়ম কানুন মেনে চললেই চেহারা সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন।
চলুন তাহলে চেহারার সৌন্দর্য বৃদ্ধির উপায় গুলো জেনে নেয়া যাক।
পর্যাপ্ত ঘুমঃ আপনি যদি ইসট্যান্ট গ্লো পেতে চান, তাহলে তো ডাবের পানির কথা না বললেই নয়। সকাল বেলায় ঘুম থেকে উঠে ও রাতে ঘুমাতে যাওয়ার আগে এই ডাবের পানি দিয়ে মুখ ধুলেই আপনার চেহেরা মুহুর্তের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠবে।
মধুঃ মধুর মধ্যে রয়েছে প্রথম পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের তারণ্য ধরে রাখতে এবং ত্বকের লাবণ্য বৃদ্ধি করতে ভীষণ উপকারী একটি উপাদান। এ কারণে নিয়মিত মধু পানের ফলে ভেতর থেকে আপনার ত্বকের লাবণ্য বৃদ্ধি পায় এবং ত্বকের কুঁচকে যাওয়া ভাব দূর করে।
টমেটোর ব্যবহারঃচেহেরার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টমেটো একটি খুব ভালো একটি উপাদান। এর জন্য একটি টমেটো ভালো ভাবে পেস্ট বানিয়ে এমনি মুখে লাগান বা টমেটোর পেস্টটিতে সামান্য লেবুর রস মিশিয়ে লাগিয়ে ১২-১৫ মিনিট মতো রেখে দিয়ে সেটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। টমেটোতে থাকা 'লাইকোপিন' নামের একটি উপাদান আমাদের চেহেরার ত্বকের জন্য অনেক উপকারী। এই উপাদানটি আমাদের ত্বকে থাকা 'ডেড স্কিন সেল্স' পরিষ্কার করে এবং আমাদের ত্বকে থাকা দাগ দূর করে।
অ্যাভোকাডঃ অ্যাভোকাড আমাদের প্রায় সবারই জানা শোনা একটি ফল। এটি যে শুধু খাওয়ার জন্য তা নয়, অ্যাভোকাড রুপচর্চা, বিশেষ করে ত্বকের পুষ্টু বাড়াতে অনেক সাহায্য করে। এর জন্য একটি অ্যাভোকাড ভালো করে পেস্ট বানিয়ে সেটি মুখে লাগিয়ে রাখুন এবং ১২-১৫ মিনিট পর প্রথমে ঠান্ডা দুধ দিয়ে এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার ত্বকের পুষ্টি উপাদান বাড়বে এবং ফলস্বরূপ আপনার চেহেরা অনেক তাড়াতাড়ি গ্লো করা শুরু করবে।
ত্বকে ডিম ব্যবহারঃ চেহেরার উজ্জ্বলতা বাড়াতে ডিমও খুব উপকার। অনেকে কাঁচা ডিমে থাকা গন্ধের কারণে অবহেলা করে থাকে কিন্তু তারা হয় তো জানেই না যে তারা কত বড় ভুল করছে। আপনি যদি খুব সহজেই চেহেরার উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে ডিমের সাদা অংশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে সেটি মুখে শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লেবুর রস এবং চিনিঃএকটি পাত্রে ৬-৭ চামচ লেবুর রস ও ১-২ চামচ চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে সেটি মুখে লাগিয়ে স্ক্রাব করতে থাকুন এবং চিনিগুলো গলে গলে আসবে তখন সেটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
মুখের উজ্জ্বলতা বৃদ্ধির ঘরোয়া উপায়
মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য বাজারের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট
গুলো ইউজ না করে আমরা ঘরোয়া বিভিন্ন উপাদান দিয়েও মুখের ত্বকের উজ্জ্বলতা
বৃদ্ধি করতে পারি। ঘরোয়া উপাদান গুলো মুখে উজ্জ্বলতা বৃদ্ধির জন্য
অনেক নিরাপদ। আপনি যদি মুখেরতা বৃদ্ধির ঘরোয়া উপায় গুলো না জেনে থাকেন
তাহলে অবশ্যই এ পোস্টটি পড়ার মাধ্যমে জেনে নিন। আলোচনা করব মুখে উদ্ধতা
বৃদ্ধির ঘরোয়া উপায় সম্পর্ক। ঘরে থাকা এমন কিছু উপাদান দিয়ে মুখের
উজ্জ্বলতা বৃদ্ধির উপায় আপনাদের জানাবো নিজেই উপাদানগুলো সব সময় কম বেশি
আমাদের ঘরে থাকে। চলুন তাহলে মুখের উচ্চতা বৃদ্ধির ঘরোয়া উপায় গুলো জেনে
নেওয়া যাক। যে যে ঘরোয়া উপাদান গুলো কাজে লাগিয়ে আপনি আপনার মুখের
উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন সেগুলো হলো,
- হলুদ
- বেসন
- আলু
- নারিকেল তেল
- টমেটো , লেবু ও গোলাপ জলের প্যাক
- মধু, টক দই আর লেবুর প্যাক
হলুদঃ হলুদ আমাদের নিত্যদিনের রান্নার কাজে ব্যবহৃত একটি মসলা,
এই মসলাটি সবসময় আমাদের সবার ঘরেই থাকে। শুধু রান্নার কাজে নয়, রূপচর্চার
কাজেও হলুদ ব্যবহার করে আমরা সুন্দর এবং উজ্জ্বল ত্বক পেতে পারি। হলুদ এবং
গোলাপজল মিশিয়ে আপনি একটি প্যাক তৈরি করে আপনার মুখের ত্বকে লাগিয়ে
খুব তাড়াতাড়ি মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন।
বেসনঃ বেসন প্রায় সবসময় আমাদের ঘরে থাকে,
বিভিন্ন রেসিপি ,মুখোরচক খাবার তৈরির পাশাপাশি বেসন দিয়ে আমরা মুখের
উজ্জ্বলতা বৃদ্ধি করে নিতে পারি। বেসন , হলুদ এবং টক দই ভালোভাবে মিশিয়ে
ঘাড় এবং মুখে লাগিয়ে রাখুন, মিশ্রণটি শুকিয়ে গেলে ঠান্ডা পানি
দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন এতে আপনার মুখের এবং ঘাড়ের কালচে দাগ দূর
হবে।
আলুঃ আমাদের প্রতিটি ঘরে প্রতিদিন রান্নার কাজে আলু ব্যবহার করা হয়, তাই আলু সবসময় আমাদের ঘরে থাকে বললেই চলে। এটু যেহেতু সবসময় আমাদের ঘরে থাকে সুতরাং এই আলুকে কাজে লাগিয়ে আপনি আপনার চেহারা উজ্জ্বল করে ফেলতে পারেন। আলু আপনার চেহারার রোদে পোড়া দাগ এবং কালচে ভাব দূর করে মুখের ত্বক উজ্জ্বল করতে ভালো কাজ করে। প্রথমে আলু গ্রেট করে দুই থেকে তিন চামচ রস বের করুন ,এই রস আপনার মুখের ত্বকে ২০ মিনিটের জন্য লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত কয়েকদিন আলুর রস ব্যবহার করার পরে আপনার ত্বকের উজ্জ্বলতার প্রমাণ আপনি নিজেই পেয়ে যাবেন।
নারিকেল তেলঃ আমরা সবাই কমবেশি চুলের যত্নে নারিকেল তেল
ব্যবহার করে থাকি, সুতরাং এই নারিকেল তেল দিয়েও আমাদের ঘরে মজুদ থাকে।
আপনি যদি প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ,মুখ ভালোভাবে পরিষ্কার করে দু/
তিন মিনিট নারিকেল তেল ম্যাসাজ করেন তাহলে আপনার টক ৩ দিন উজ্জ্বল
হয়ে উঠবে।
মেয়েদের মুখের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
আমরা জানি ছেলেদের তুলনায় মেয়েদের skin অনেক বেশি সেনসিটিভ হয়,
আরে এ কারণে মেয়েদের মুখের ত্বকের একটু বেশি যত্ন নিতে হয়। তাই
মেয়েদের মুখে উজ্জ্বলতা বৃদ্ধি উপায় গুলো সঠিকভাবে জানা দরকার।
পোস্টের উপরের অংশগুলোতে আমরা মুখের উজ্জ্বলতা বৃদ্ধির বিভিন্ন
উপায় সম্পর্কে জেনে, মেয়েদের মুখে উচ্চারণটা বৃদ্ধির উপায় হিসেবে
, উপরে আলোচনা করা পদ্ধতি গুলো আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন।
মেয়েদের মুখে উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো আপনাদেরকে আরও একবার স্মরণ
করিয়ে দেওয়ার জন্য সংক্ষেপে আলোচনা করা হলো
- দিনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে
- রাতে ৬-৭ ঘন্টা ঘুমাতে হবে
- টাটকা ফলমূল এবং শাকসবজি প্রচুর পরিমাণে খেতে হবে
- রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে মশ্চারাইজার ব্যবহার করতে হবে
- মুখের ত্বকে হ হলুদ হলুদ , অ্যালোভেরা জেল , ডাবের পানি , কাঁচা দুধ , বেসন , আলুর রস , ইত্যাদি প্যাক হিসেবে লাগানোর ঘরোয়া পদ্ধতি গুলো এপ্লাই করতে হবে।
- সপ্তাহে কমপক্ষে তিন দিন স্ক্রাব করতে হবে।
- ভালো মানের প্রোডাক্টগুলো মুখের ত্বকে ব্যবহার করতে হবে।
- মুখের ত্বকের টোনার ব্যবহার করতে হবে, টোনার হিসেবে গোলাপজল অথবা অ্যাপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন।
- মেয়েদের মুখের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কমলালেবুর খোসা গুলো ফেলে না দিয়ে , ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কমলার খোসা কাজে লাগাতে পারেন।
- ভালো মানের নাইট ক্রিম ব্যবহার করুন
- দিনের বেলা বাইরে যাওয়ার আগে মুখের ত্বকে সানস্ক্রিম লাগাতে ভুলবেন না
- মাঝে মাঝে ত্বকে আই কিউব ব্যবহার করুন এতে আপনার ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জল হবে।
- সাবানের পরিবর্তে ফেসওয়াশ ব্যবহার করতে হবে
- বারবার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে
ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
আমরা সকলেই জানি ছেলেদের ত্বক এবং মেয়েদের ত্বক সম্পূর্ণ আলাদা, তবে
ছেলেমেয়ে উভয়েরই ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। উপরের আলোচনায়
আমরা মেয়েদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির অনেকগুলো উপায় সম্পর্কে জেনেছি
, এবার আমরা ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়
সম্পর্কে জানব। ছেলেরা যেহেতু বিভিন্ন কাজে সবসময় বা বেশিরভাগ সময়
বাড়ির বাইরে থাকে এবং ধৈর্য একটু কম হওয়ার কারণে skin care করা
হয়ে ওঠেনা , এ কারণে তাদের কথা চিন্তা করে আজকে সহজ কিছু টিপস আপনাদের
জানাবো ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় হিসেবে। তাহলে চলুন
জেনে নেওয়া যাক ছেলেদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় সম্পর্কিত কিছু
সহজ নিয়ম।
- বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকার কারনে এদের ত্বকে ধুলা-ময়লা বেশি জমে ,তাই ঠান্ডা পানি দিয়ে বারবার মুখ ধুতে হবে।
- সপ্তাহে ২-৪ দিন অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে
- চিনি এবং কফির মিশ্রণে আলতোভাবে ঘষে স্ক্রাব করতে হবে
- সপ্তাহে ২/৩ দিন লেবুর রস এবং মধু ভালোভাবে মিট করে মুখের ত্বকে লাগিয়ে রেখে ২০-৩০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে ,এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।
- এছাড়া প্রচুর পরিমাণে পানি পান , পর্যাপ্ত ঘুম , ফলমূল ও শাকসবজি খেতে হবে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এর কোন বিকল্প নেই।
মন্তব্য, আশা করছি এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি ত্বকের
উজ্জ্বলতা বৃদ্ধির উপায় সম্পর্কে বিভিন্ন ধরনের টিপস পেয়ে গেছেন।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় গুলো ঠিকঠাক ফলো করে আপনি আপনার স্কিনকে
গ্লোয়িং করে তুলুন এবং সকলের কাছে আকর্ষণীয় হয়ে উঠুন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন